ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যশোরে এ্যাপসের মাধ্যমে ধান ক্রয় শুরু

প্রকাশিত: ০৯:২১, ২৮ ডিসেম্বর ২০১৯

যশোরে এ্যাপসের মাধ্যমে ধান ক্রয় শুরু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অন্যের সহায়তায় এ্যাপসের মাধ্যমে আবেদনকারী যশোর সদরের কৃষকরা শেষ পর্যন্ত ধান বিক্রি করতে পেরেছেন। বৃহস্পতিবার প্রথম দিনে ৫ কৃষক ১ হাজার ৪০ টাকা মণ দরে ৫ হাজার ২শ’ কেজি ধান বিক্রি করেছেন। প্রযুক্তির মাধ্যমে ধান বিক্রি করতে পেরে মহাখুশি কৃষকরা। খাদ্য গুদাম সূত্র জানায়, চলতি বছর জেলায় আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৮৩ হাজার ৯০৫ মেট্রিক টন । সরাসরি কৃষকদের কাছ থেকে জেলায় ১৫ হাজার ২৩০ মেট্রিক টন ধান কিনবে সরকার। এর মধ্যে এ্যাপসের মাধ্যমে সদরে ২ হাজার ৮২৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এবারই প্রথম পরীক্ষামূলকভাবে এ্যাপেসের ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য বিভাগ। এজন্য সদর উপজেলায় কৃষকদের মোবাইল ফোনে ‘কৃষকের এ্যাপ’ ডাউনলোড করার পরামর্শ দেয় খাদ্য বিভাগ। কৃষকরা জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ১২ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করে। কৃষকরা ধানের নাম, জমির পরিমাণ, কী পরিমাণ ধান বিক্রি করতে চান, তা জানিয়ে ঘরে বসেই ২০ ডিসেম্বর ধান বিক্রির আবেদন করেন। এ সময়ের মধ্যে ৯ হাজার কৃষক আবেদন করে। পরে লটারির মাধ্যমে ২ হাজার ১২১ জন কৃষক নির্বাচন করে খাদ্য বিভাগ। নিবন্ধন, বিক্রির আবেদন, বরাদ্দের আদেশ ও মূল্য পরিশোধের সনদ সম্পর্কিত তথ্য এবং বিক্রির তারিখ, গুদামে যাওয়ার নাম সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে কৃষকদের জানিয়ে দেয়া হয়। এসএমএস পেয়ে বৃহস্পতিবার সকালে সদরের কৃষকরা ধান এনে খাদ্য গুদামে বিক্রি করেন। বিক্রির সময় যে মোবাইল নম্বর দিয়ে এ্যাপসের মাধ্যমে আবেদন করে সেই মোবাইল নম্বর যাচাই করে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছে খাদ্য গুদাম কর্তৃপক্ষ। গুদামে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাঁচজন কৃষকের কাছ থেকে কেনা হয়েছে ৫ হাজার ২শ’ টন ধান। ধান ক্রয়ের টাকা কৃষকদের এ্যাকাউন্টে পাঠিয়ে দেয়া হবে বলে জানান খাদ্য গুদামের উপ-খাদ্য পরিদর্শক আলাউদ্দীন। তিনি জানান, একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৪০ মণ ধান ক্রয় করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারীভাবে ধান ক্রয়ের কার্যক্রম চলবে। সদরের ইছালী ইউনিয়নের কৃষক আব্দুল মজিদ জানান, তিনি এ্যাপসের মাধ্যমে আবেদন করার বিষয়টা বোঝেন না। তার ছেলে ঢাকায় চাকরি করেন। সে এ্যাপসের মাধ্যমে ধান বিক্রয়ের বিষয়ে আবেদন করে দিয়েছে। এতে অনেক লাভ হয়েছে। আগে হাটে ৬১০ টাকা মণ বিক্রি করতে হতো। ওই দামে ধান বিক্রি করলে ধান চাষের খরচের টাকা উঠত না। ধারদেনা করে সার, কীটনাশকসহ অন্যান্য খরচে ব্যয় করতে হতো। এখন সরকারীভাবে ১ হাজার ৪০ টাকায় ধান বিক্রি করতে পেরে আনন্দ লাগছে। ধানের এই দাম পেলে লোকসান হবে না। তবে কৃষকদের অভিযোগ নসিমনে করে ধান আনতে গেলে রাস্তায় প্রশাসনের কারণে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে।
×