ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কোরান হাদিস গবেষণা ভবন নির্মাণ করা হবে ॥ গাসিক মেয়র

প্রকাশিত: ১১:৪২, ২৬ ডিসেম্বর ২০১৯

গাজীপুরে কোরান হাদিস গবেষণা ভবন নির্মাণ করা হবে ॥ গাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেনছেন, সিটি কর্পোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডের মসজিদ ও মাদ্রাসাসহ ইমাম এবং খতিবদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বার্ষিক ১৪ হাজার টাকা হারে সম্মানী ভাতা দেয়া হবে। এছাড়াও তাদের জন্য সিটি এলাকায় দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে কোরান-হাদিস গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। বুধবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চত্বরে গাজীপুর সিটি কর্পোরেশনের ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সব ঘোষণা দেন। গাসিক মেয়র তার বক্তব্যে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে একটি করে কবরস্থান এবং মসজিদের পাশে একটি করে মাদ্রাসা নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় মেয়র নগরীতে ময়লা-আবর্জনা ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ইমামদের সহযোগিতা চেয়েছেন। উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ র‌্যাব-১৫ এর সদস্যরা বালুখালী ও কুতুপালং ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে। বুধবার সকালে থাইংখালী ক্যাম্প ১৩ ব্লক-এ এর বাসিন্দা আবদুর রহমানের পুত্র মোঃ আব্দুল্লাহ ও কুতুপালং ক্যাম্প ৫ ব্লক-এজি এর বাসিন্দা মৃত আবদুল জব্বারের পুত্র জুবাইয়ের মাঝিকে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।
×