ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে রাষ্ট্রবিজ্ঞান সমিতির অভিনন্দন

প্রকাশিত: ১০:৫৯, ২৬ ডিসেম্বর ২০১৯

আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে রাষ্ট্রবিজ্ঞান সমিতির অভিনন্দন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগ সভানেত্রী ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমিতি। এক প্রেসবিজ্ঞপ্তিতে জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের নতুন পদ পাওয়া অন্য নেতৃবৃন্দকেও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্যা ও সাধারণ সম্পাদক শারমিনা পারভীন। আওয়ামী লীগের নতুন নেতৃত্বের শুভযাত্রা কামনা করে রাষ্ট্রবিজ্ঞান সমিতির নেতারা বলেন, আশা করি এ কমিটি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশকে বিশ্ব দরবারে এক রোল মডেলে হিসেবে আবির্ভূত করবে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে। আমাদের প্রত্যাশা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব কার্যকরী ও আন্তরিক উদ্যোগ নেবে। রাষ্ট্রবিজ্ঞান সমিতির নেতারা আরও বলেন, আমাদের বিশ্বাস আওয়ামী লীগের এই নেতৃত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও আদর্শ বাস্তবায়ন, সন্ত্রাস-জঙ্গীবাদমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, মুক্তিযুদ্ধের চেতনানির্ভর একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়ার পাশাপাশি আওয়ামী লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দৃঢ়, অনমনীয় ও ত্যাগী নেতৃত্ব বাংলাদেশকে বিশ্ব দরবারে স্বমহিমায় উদ্ভাসিত করবে।
×