ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

প্রকাশিত: ০৯:৪১, ২৫ ডিসেম্বর ২০১৯

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত ডাঃ এ বি এম আব্দুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহকে সচিব পদমর্যাদায় চুক্তিতে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন। আবু রুশ্দর শততম জন্মবার্ষিকী বাংলা সাহিত্যের অন্যতম কীর্তিমান পুরুষ, বিশিষ্ট ঔপন্যাসিক ‘আবু রুশ্দর শততম জন্মবার্ষিকী আজ ২৫ ডিসেম্বর। তিনি ‘এলোমেলো, অনিশ্চিত রাগিণী এবং সামনে নতুন দিন’ গ্রন্থের রচয়িতা। তাঁর পারিবারিক নাম সৈয়দ আবু রুশ্দ মতিনউদ্দিন। তিনি ১৯১৯ সালের ২৫ ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। আবু রুশ্দ ছিলেন একজন শিক্ষাবিদ, লেখক, মুক্তিযুদ্ধের সংগঠক ও কূটনীতিক। তিনি সেন্ট জেভিয়ার্স কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সাহিত্যে পড়াশোনা করেন। -বিজ্ঞপ্তি
×