ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ধারের টাকায় কেনা হলো ভর্তি ফর্ম ॥ কিন্তু ভর্তি?

প্রকাশিত: ০৯:৩৯, ১ ডিসেম্বর ২০১৯

 ধারের টাকায় কেনা  হলো ভর্তি ফর্ম ॥  কিন্তু ভর্তি?

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ অভাবের কাছে হার না মেনে পড়াশোনা চালিয়েছে জলঢাকা উপজেলার জুয়েল রানা। ২০১৮ সালে এইচএসসি পাস করে এবারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সামাজিক বিজ্ঞান অনুষদের ‘বি’ ইউনিটে অংশগ্রহণ করেন। এতে তিনি মেধা তালিকায় অষ্টম হয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পেয়েছেন। কিন্তু এখন টাকার অভাবে ভর্তি হতে পারছেন না জুয়েল। ইতোপূর্বে ধারের টাকার বিনিময়ে ফর্ম তুলতে হয়েছে। কিন্তু ধারের টাকায় তাকে প্রতিহাজারে মাসে দিতে হবে ২০০ টাকা সুদ। জলঢাকা উপজেলা মিরগঞ্জ ইউনিয়নের খ্যাড়কাটা গ্রামে দিনমজুর আমিনুর রহমান ও গৃহিণী কুলসুম বেগমের ঘরে জন্মগ্রহণ করেন জুয়েল রানা। বসতবাড়ি ছাড়া জায়গাজমি কিছু নেই। তার বাবা আমিনুর রহমান অন্যের জমিতে কৃষিকাজ করে সংসার চালান। জুয়েল পাঁচ ভাইবোনের মধ্যে তৃতীয় সন্তান। দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে পিইসি ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। তার বাবা-মা বলেন, আমরা অনেক গরিব মানুষ। সে রকম রোজগার করতে পারি না। দিনে কোনরকম খেয়ে-পরে বেঁচে আছি। এর আগে ভর্তি পরীক্ষার ফর্ম তোলার জন্য সুদে ৭ হাজার টাকা ঋণ করি। এখন আবার ভর্তির জন্য ১০ হাজার মোটা অঙ্কের টাকা আমরা কোথা থেকে পাব? আপনাদের কাছে অনুরোধ আমার ছেলেকে যদি ভর্তি করার জন্য কেউ সাহায্য করেন। উল্লেখ্য, আগামী ২ এবং ৩ ডিসেম্বর যাচাই-বাছাই করে ভর্তি করানো হবে। জুয়েল রানাকে সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন মোঃ জুয়েল রানা, মোবাইল ০১৭২০৫১৯১৪৫(‘বি’ ইউনিট, ভর্তি রোল : ২৪৬৪৪৩)।
×