ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জানতে চায় হাইকোর্ট

সাবেক হুইপ জামালকে দুদকের মামলায় অব্যাহতি আদেশ কেন বাতিল হবে না

প্রকাশিত: ১০:২৬, ২৮ নভেম্বর ২০১৯

 সাবেক হুইপ জামালকে দুদকের মামলায় অব্যাহতি আদেশ কেন বাতিল হবে না

স্টাফ রিপোর্টার ॥ বিএনপিদলীয় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে দুর্নীতি দমন কমিশনের মামলায় অব্যাহতি দেয়ার আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যদিকে ২০১৩ সালের ওয়াকফ সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন আইনের তিনটি ধারা ও একটি দফা বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেছে। বিএনপিদলীয় সাবেক হুইপ সৈয়দ শহীদুল হক জামালকে দুর্নীতি দমন কমিশনের মামলায় অব্যাহতি দেয়ার আদেশ কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। নিম্ন আদালতের দেয়া অব্যাহতির আদেশ বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, দুস্থদের চাল আত্মসাতের এ মামলায় নিম্ন আদালত তাকে অব্যাহতি দেয়ন। এ অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে। এ আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেছে। একই সঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছে আদালত। আত্মসমর্পণের পর জামিনের বিষয়টি বিবেচনাও করতে বলেছে হাইকোর্ট। আমিন উদ্দিন মানিক জানান, তাকে নোটিস প্রাপ্তির এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
×