ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অবশেষে শ্রীঅঙ্গনেই সমাধিস্থ হলেন বন্ধু সেবক ॥ তিন জন কারাগারে

প্রকাশিত: ০৯:৩৯, ২৭ নভেম্বর ২০১৯

অবশেষে শ্রীঅঙ্গনেই সমাধিস্থ হলেন বন্ধু সেবক ॥ তিন জন কারাগারে

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৬ নবেম্বর ॥ ‘কলঙ্ক মৃত্যুর সমান’ ফেসবুকে এমনই স্ট্যাটাস দিয়ে আত্মহননকারী শ্রীধাম শ্রীঅঙ্গনের সেবায়েত বন্ধু সেবক ব্রহ্মচারীকে (প্রকৃত নাম শৈলেন বর্মণ) সমাধিস্থ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর শ্রীঅঙ্গনেই তাকে সমাধিস্থ করা হয়। এ দিকে এ আত্মহননের ঘটনার জন্য ফরিদপুর কোতোয়ালি থানায় দায়ের করা ‘আত্মহত্যার প্ররোচনার’ মামলায় ওই শ্রীঅঙ্গনের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু ব্রহ্মচারীসহ (প্রকৃত নাম বিপ্লব কুমার সেন) তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে। সম্পাদকের সঙ্গে নীতিগত বিরোধের জের ও দুই নারীর দিয়ে চরিত্রগত অভিযোগ দেয়ার ঘটনায় বন্ধু সেবক সোমবার ভোর রাতে শ্রীঅঙ্গনের নিজ কক্ষে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে ‘জীবনের শেষ লেখা শেষ কথা’ শীর্ষক স্ট্যাটাস দেন বন্ধু সেবক। ওই স্ট্যাটাসে তিনি লেখেন, এ ভাবে পৃথিবী ছেড়ে যাওয়ার কথা ছিল না। পরিস্থিতির কারণে যেতে হচ্ছে। কলঙ্ক মৃত্যুর সমান মনে করি। এর জন্য দায়ী শ্রীঅঙ্গন মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বিজ্ঞান বন্ধু (৪৮)। তারই ষড়যন্ত্রের শিকার হয়েছি। দুই নারীকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধু সেবকের সমাধি দেয়ার জায়গা নির্ধারণের বিষয় নিয়ে শ্রীঅঙ্গনে নানা নাটকীয় ঘটনা ঘটে। কমিটির কতিপয় সদস্য প্রথমে বন্ধু সেবকের মরদেহ তার নিজ বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডোবা গ্রামের সরকার পাড়া মহল্লায় পাঠানোর উদ্যোগ নেন। এ খবর শুনে প্রতিবাদমুখর হয়ে ওঠেন শ্রীঅঙ্গনের সেবায়েত ও ভক্তবৃন্দ। পরে রাতেই সিদ্ধান্ত হয় বন্ধু সেবককে শ্রীঅঙ্গন থেকে পাঁচ কিলোমিটার দূরে শহরের ব্রাহ্মণকান্দা শ্রীঅঙ্গনের আদি শাখার প্রাঙ্গণে সমাধিস্থ করার। মঙ্গলবার সকাল থেকে গোয়ালটামট এলাকার শ্রীঅঙ্গনে বন্ধু সেবককে সমাধীস্থ করার দাবি প্রবল হয়ে ওঠে।
×