ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সেতুর পাটাতন ভেঙ্গে যান চলাচল বন্ধ

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ নভেম্বর ২০১৯

নেত্রকোনায় সেতুর পাটাতন ভেঙ্গে যান চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ নবেম্বর ॥ নেত্রকোনা-মদন সড়কের বয়রাহালা নদীর ওপর নির্মিত বেইলি সেতুর পাটাতন ও কলাম ভেঙ্গে যাওয়ায় মদন ও খালিয়াজুরী উপজেলার সঙ্গে জেলা সদরের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কের যাত্রীরা। জানা গেছে, সোমবার রাতে বেইলি সেতুটির দুটি পাটাতন ও নিচের কলাম ভেঙ্গে যায়। এরপর থেকে ওই সড়ক দিয়ে আর কোন যানবাহন চলাচল করতে পারছে না। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, মঙ্গলবার সকাল থেকে সেতুটি মেরামত কাজ শুরু হয়েছে। তবে সম্পূর্ণভাবে মেরামত করতে আরও দুদিন সময় লাগবে। স্থানীয় বাসিন্দারা জানান, সওজের উদ্যোগে ১৯৯৫ সালে ৯৫ মিটার দীর্ঘ এ বেইলি সেতুটি নির্মাণ করা হয়। এরপর বছর দশেক যেতে না যেতেই অধিকাংশ স্টিলের পাটাতন বেঁকে যায় এবং নাট-বল্টু নড়বড়ে হয়ে পড়ে। বছরে অন্তত দুই-তিনবার পাটাতন ভেঙ্গে যায়। কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে সেতুটি চলাচলের উপযোগী করে রাখছে। শেরপুরে যৌতুক মামলায় স্বামীর কারাদ- নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৬ নবেম্বর ॥ শেরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় নাজমুল হাসান (২৭) নামে এক যুবককে ২ বছরের সশ্রম কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ-, অনাদায়ে আরও এক মাসের কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহসিনা হোসেন তুসি আসামির অনুপস্থিতিতে ওই সাজার আদেশ দেন। নাজমুল নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাশকান্দা বাজার এলাকার আজিমুদ্দিনের ছেলে। জানা যায়, ২০১৫ সালের ২০ নবেম্বর শেরপুর শহরের দমদমা কালিগঞ্জ মহল্লার সোয়াদ আলীর কন্যা শারমিন আক্তারকে সম্পর্কের সূত্রে বিয়ে করে নাজমুল হাসান।
×