ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঢাকা-আরিচা সড়কে স্থাপনা উচ্ছেদে বাধা ॥ অবরোধ

প্রকাশিত: ০৯:৩৭, ২৭ নভেম্বর ২০১৯

ঢাকা-আরিচা সড়কে স্থাপনা উচ্ছেদে বাধা ॥ অবরোধ

সংবাদদাতা, সাভার, ২৬ নবেম্বর ॥ সাভারের পাকিজা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা প্রদানের জের ধরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে থানা স্ট্যান্ড ও পাকিজা এলাকায় সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, দুই দিনের উচ্ছেদ অভিযানে পাকিজা গ্রুপ নামে একটি তৈরি পোশাক কারখানায় পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ অভিযান চালায় সওজ কর্তৃপক্ষ। এ সময় কারখানাটির কয়েক শ’ শ্রমিক হঠাৎ বাইরে বেরিয়ে এসে উচ্ছেদ অভিযানে বাধা প্রধান করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সওজ কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় বিশ মিনিট অবরোধ করে ‘সময় চাই’ স্লোগান দিতে থাকে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় উত্তপ্ত পরিস্থিতিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। পরে কারখানাটির উর্ধতন কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কুমিল্লা নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা থেকে জানান, কুমিল্লায় সরকারী সম্পত্তি দখল করে (সড়ক ও খালের জায়গা) নির্মিত অবৈধ মার্কেটের দোকানপাট ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে। জেলার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া বাজারে মঙ্গলবার দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহ্মিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বুড়িচং উপজেলার খাড়াতাইয়া এলাকায় সড়ক ও খালের জায়গা স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা দীর্ঘ বছর ধরে ব্যবসায় পরিচালনা করে আসছিল। এতে জনগণের চলাচল এবং খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে স্থানীয় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হয়।
×