ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অর্থ আত্মসাত মামলায় বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৯:১৬, ২৬ নভেম্বর ২০১৯

অর্থ আত্মসাত মামলায় বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা শামসুল আলম। তিনি মেসার্স ইলিয়াছ ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সোমবার দুপুরে তাকে মহানগরীর গোলপাহাড় মোড়ে অবস্থিত অফিস থেকে গ্রেফতার করেছে সিএমপির ইপিজেড থানা পুলিশ। ইপিজেড থানা পুলিশ জানান, প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে দুটি মামলা ছিল এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিএনপি নেতা শামসুল আলমের বিরুদ্ধে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ এ মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় সাজা হয় শামসুল আলমের। সেই সাজা পরোয়ানা মূলে পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলম বিএনপির নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি-বাকলিয়া আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। ওই নির্বাচনে তিনি পরাজিত হন। কিছুদিন তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে। ঢাকা-আরিচা সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ সংবাদদাতা, সাভার, ২৫ নবেম্বর ॥ ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সোমবার সকাল থেকে সাভারের পৌর এলাকার গে-া থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এ অভিযানে সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবুর রহমান ফারুকীসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×