ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতা কুদ্দুস গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৪, ২৪ নভেম্বর ২০১৯

বরিশালে বিএনপির কেন্দ্রীয় নেতা কুদ্দুস গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে শনিবার দুপুরে নগরীর নাজিরেরপুল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এয়ারপোর্ট থানার ওসি জানান, ২০১৩ সালে আকন কুদ্দুসসহ কয়েকজনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আকন কুদ্দুসের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। শনিবার তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৩ নবেম্বর ॥ ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুত বাজার এলাকায় কোচের ধাক্কায় জালাল উদ্দীন (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জালাল নিজ হোটেল থেকে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে বালিয়াডাঙ্গী থেকে দ্রুতগতিতে আসা ঢাকাগামী যাত্রীবাহী কোচ (এসআই ট্রাভেলস) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় ও তার পরিবারের লোকজন জালালকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান। নোয়াখালীতে নারী নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, বেগমগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় (৪২) এক নারী নিহত হয়েছে। জানা গেছে, নিহত ওই নারী মানুসিকভাবে অসুস্থ ছিল। শনিবার দুপুরে ঢাকা-নোয়াখালী মহাসড়কের চৌরাস্তা থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
×