ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ২য় বর্ষের দর্শন পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০৯:২১, ২২ নভেম্বর ২০১৯

অনার্স ২য় বর্ষের দর্শন পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৫ নবেম্বর অনুষ্ঠিতব্য ২০১৯ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার দর্শন বিষয়ের (পত্র কোড- ২২১৭০৭) পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই তারিখের অন্য সব বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত দর্শন বিষয়ের পরীক্ষার সংশোধিত তারিখ সংশ্লিষ্ট সবাইকে পরবর্তীতে জানানো হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচী অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। চিকিৎসক ও জনবল সঙ্কটে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নানা সমস্যায় জর্জরিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালটিতে ডাক্তার সঙ্কট যেমন প্রকট, তেমনিভাবে নেই সব ধরনের চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম। নামে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বলা হলেও এখনও সুযোগ-সুবিধা ৩১ শয্যার মতোই রয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এখানে প্রথম শ্রেণীর ডাক্তার পদ রয়েছে ২১টি। এর মধ্যে পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা চিকিৎসক রয়েছেন। জুনিয়র কনসালটেন্ট থাকলেও এ্যানেসথেসিয়া দেয়ার গাইনি ও সার্জারির কোন ডাক্তার নেই। ১৫ জন ডাক্তার পোস্টিং নিলেও মাত্র ১০ জন রয়েছেন কর্মরত। ২য় শ্রেণীর ৩২ পদের বিপরীতে কর্মরত আছেন ২২ জন। ৩য় শ্রেণীর পদ শূন্য রয়েছে চারটি। ৪র্থ শ্রেণীর পদ শূন্য রয়েছে তিনটি। এছাড়াও জুনিয়র মেকানিক্সসহ সুইপার পদ শূন্য থাকায় হাসপাতালের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। তাছাড়া ৫০ শয্যার স্থলে রয়েছে ৩১ শয্যা।
×