ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অকুস্থল সাতক্ষীরা

বিএনপি নেতা এখন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি

প্রকাশিত: ১১:০২, ৬ নভেম্বর ২০১৯

বিএনপি নেতা এখন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় মাঠপর্যায়ে ইউনিয়ন আওয়ামী লীগেও বহিরাগত বিএনপি নেতাকর্মীদের অনুপ্রবেশে বিব্রত ত্যাগী নেতাকর্মীরা। ছলে বলে এরাই দখল করে নিচ্ছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন বিএনপির এক সময়কার দাপুটে সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন এখন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। আগামী দলীয় কাউন্সিলে নিজের পছন্দের লোকজনদের নিয়ে তিনি আবারও সভাপতি হলে আওয়ামী লীগের চরম ক্ষতি হবে বলে আশঙ্কায় স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা বিষয়টি তদন্তের জন্য উর্ধতন নেতাকর্মীদের হস্তক্ষেপ কামনা করেছেন। জেলার কালিগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রেজাউল বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আবু বক্কর, সাহেব আলীসহ কয়েকজন জানান, ২০০৩ সালে গঠিত ১৫ সদস্যের ইউনিয়ন বিএনপির কমিটির সভাপতি হন চাঁদখালি গ্রামের শওকত আলী গাইনের ছেলে মোজম্মেল হক গাইন। এরপর থেকে তার নেতৃত্বে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি তথা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের লোকজন নির্যাতিত হতে শুরু করে। নিজের প্রভাব খাটাতে ২০০৩ সালে তিনি বিএনপি সমর্থিত চার দলীয় জোট সরকারের মন্ত্রী তরিকুল ইসলামকে বিএনপি’র মিটিং এ ফুলের তোড়া দিয়েছেন। আবার মান্নান ভুঁইয়া, মোশাররফ হোসেনসহ বিএনপি মন্ত্রীদের পেছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। হয়েছেন কালিগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়কও। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ২০১৫ সালে কালিগঞ্জ থানা আওয়ামী লীগের এক নেতার মাধ্যমে সাবেক সভাপতি মতিয়ার রহমানসহ ত্যাগী নেতা কর্মীদের বাধা বিপত্তি সত্ত্বে¡ও চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনোনীত হন। এরপর তিনি তার পছন্দের লোকদের নিয়ে গড়ে তোলেন নিজস্ব বাহিনী। মোজাম বাহিনীর চাপে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা একপর্যায়ে কোণঠাসা হয়ে পড়ে। এসবের পরও আওয়ামী লীগের আগামী কাউন্সিল অধিবেশনে এক ধরনের সুবিধাভোগী নেতাদের ম্যানেজ করে মোজাম্মেল হক গাইন আবারও চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে এলাকার ত্যাগী নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এ বিষয়ে চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক গাইন মঙ্গলবার বিকেলে জনকণ্ঠকে বলেন, তিনি কখনও বিএনপি করতেন না। বিএনপি নেতা তরিকুল ইসলামসহ অন্যান্য নেতাদের তিনি ফুলের তোড়া দিয়ে বরণ করছেন এমন ছবির বিষয়ে তিনি বলেন, এমন ছবি তৈরি করা যায়।
×