ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় খাল দখলের মহোৎসব

প্রকাশিত: ১১:৪৮, ৫ নভেম্বর ২০১৯

কলাপাড়ায় খাল দখলের মহোৎসব

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ৪ নবেম্বর ॥ মনষাতলীর প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ খালটি দখলের মহোৎসব চলছে। দুই পাড়ের চারটি গ্রামের বাসিন্দারা দখল করে অন্তত ৫০টি পুকুর করেছে। যাতে খালের আড়াআড়ি অর্ধেকটা দখল হয়ে গেছে। পুকুর করার প্রক্রিয়া চলমান রয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নে এ খালটির অবস্থান। খালটির দখল ও মাছ চাষ নিয়ে গত দুই যুগে অন্তত ৩০টি সংঘাতের ঘটনা ঘটেছে। মামলা হয়েছিল অন্তত ১২টি। এরপরে সরকারীভাবে কৃষকের স্বার্থে খালটি লিজ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। কিন্তু দুই পাড়ের নয়াকাটা, মনষাতলী, সুখডুগী, তারিকাটা গ্রামের কতিপয় বাসীন্দা খালের এক তৃতীয়াংশ ব্যাসার্ধ নিয়ে পুকুর করে দখল করে নেয়। গত সাত/আট বছরে এভাবে কমপক্ষে ৫০টি পুকুর করা হয়েছে। মহীপুর তহশীলের কর্মচারীদের উদাসীনতা ও যোগসাজশে প্রভাবশালী দখলদারচক্র এভাবে সরকারী খালটি দখলের উৎসবে মেতে উঠেছে। বহুবার ভূমি প্রশাসনকে বিষয়টি নিয়ে খাস জমি বন্দোবস্ত ও ব্যবস্থাপনা কমিটির একাধিক সভায় সদস্যরা কথা বলেছেন। কিন্তু মহীপুর তহশীল অফিস থেকে কার্যকর কোন পদক্ষেপ না নেয়ায় খালটি দখলমুক্ত করা হয়নি। এ খালটির পানি ব্যবহার করে কৃষক আমন চাষাবাদ ছাড়াও বোরোর আবাদ করছে। দুই পাড়ের মানুষ রান্নাসহ গোসলের কাজ করে খালের পানিতে। তাই সচেতনমহলের দাবি অবৈধ দখলদার উচ্ছেদ করা হোক। খালটি দখলমুক্ত করা হোক। সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাশ জানান, সরকারী খাল যেই দখল করুক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। দখলমুক্ত করা হবে।
×