ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

হরিয়ানায় সরকার গঠন করছে বিজেপি

প্রকাশিত: ০৯:২৯, ২৭ অক্টোবর ২০১৯

 হরিয়ানায় সরকার  গঠন করছে  বিজেপি

জনকণ্ঠ ডেস্ক ॥ কংগ্রেসের আশায় জল ঢেলে দিয়ে হরিয়ানায় সরকার গঠন করছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন, হরিয়ানায় তারা ক্ষমতায় আসছেন। শুক্রবার রাতে তিনি জানিয়ে দেন, বিজেপি এবং দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি মিলে সরকার গড়বে। বিজেপির মুখ্যমন্ত্রী, দুষ্মন্তের দলের উপমুখ্যমন্ত্রী। আনন্দবাজার পত্রিকা। ৭৫টি আসন জেতার লক্ষ্য নিয়ে আসরে নেমে মনোহরলাল খট্টরের রাজ্যে বিজেপি পেয়েছে ৪০টি আসন। কংগ্রেস ৩১টি। সরকার গড়তে দরকার ৪৬ বিধায়কের সমর্থন। ত্রিশঙ্কু বিধানসভায় ‘কিং মেকার’ হিসেবে উঠে এসেছিলেন আইএনএলডি থেকে বেরিয়ে নতুন দল গড়া দুষ্মন্ত। তাকে পাশে পাওয়ার চেষ্টায় ছিলেন রাজ্যের কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিংহ হুডা। তার পরেও অবশ্য অন্তত পাঁচ নির্দলের সমর্থন দরকার হতো কংগ্রেসের। অতি শাহ কিন্তু খেলা শুরু করলেন উল্টো পথে। প্রথমেই তিনি স্বতন্ত্রদের টার্গেট করলেন। বৃহস্পতিবার রাতে কয়েক নির্দল বিধায়ককে বিশেষ বিমানে দিল্লী নিয়ে আসা হয়। এদের মধ্যে ছিলেন বিতর্কিত গোপাল গয়াল কান্ডা। রাত তিনটে পর্যন্ত তাদের সঙ্গে বৈঠক করেন শাহ।
×