ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ন্যাম সম্মেলন শুরু আজ ॥ বাকুতে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:৫৭, ২৫ অক্টোবর ২০১৯

ন্যাম সম্মেলন শুরু আজ ॥ বাকুতে প্রধানমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ আজারবাইজানের রাজধানী বাকুতে দুদিনের জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলন শুরু হচ্ছে আজ। এতে যোগ দিতে দেশটির রাজধানী বাকু পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিট) বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। খবর বিডি নিউজের সফরসঙ্গীদের নিয়ে বিকেল ৪টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছিলেন শেখ হাসিনা। ১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম রাজনৈতিক সমন্বয় ও পরামর্শের জন্য জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা ৫৮ বছরের পুরনো এ জোটের ১৮তম সম্মেলন হবে ২৫ ও ২৬ অক্টোবর বাকুর কংগ্রেস সেন্টারে। ১২০টি সদস্য দেশ ছাড়াও ১৭টি দেশ ও ১০ আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক হিসেবে সেখানে অংশ নেবে। বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা করে তাকে নিয়ে যাওয়া হয় হিলটন বাকু হোটেলে। আজারবাইজান সফরে তিনি সেখনেই থাকবেন। শুক্রবার অষ্টাদশ ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। আজারবাইজানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পীকার সম্মেলেনে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিদের অভ্যর্থনা জানাবেন। ফটোসেশনের পর হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানদের মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সন্ধ্যায় আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। শনিবার সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মধ্যাহ্নভোজ এবং সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় আজারবাইজানে বাংলাদেশের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈজভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সফর শেষে রবিবার সন্ধ্যায় তার দেশে ফেরার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং এসএসএফ মহাপরিচালক মোঃ মজিবুর রহমান আজারবাইজান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এর আগে বাসসর খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮তম জোট নিরপেক্ষ শীর্ষ (ন্যাম) সম্মেলনে যোগ দিতে চারদিনের সরকারী সফরে বৃহস্পতিবার বিকেলে আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বিকেলে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান বাকুর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম, মুখ্য সচিব মোঃ নজিবুর রহমান, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এক শ’ ২০টি উন্নয়নশীল দেশের ফোরাম ন্যামের দুই দিনের সম্মেলনটি ২৫ ও ২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন। শনিবার প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধিদলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চন ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি হিলটন বাকুতে একই সঙ্গে আজারবাইজানের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেয়া নৈশভোজে অংশ নেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।
×