ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩৯, ২৩ অক্টোবর ২০১৯

টুকরো খবর

ভালুকায় পেপার মিলের শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২২ অক্টোবর ॥ ভালুকা উপজেলার ছোট কাশর গ্রামে সোমবার রাত সাড়ে আটটায় ভূঁইয়া পেপার মিলের শ্রমিক মাসুদ রানা (৩০) রোলারে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, ঘটনার রাতে ওই মিলে কাজ করা অবস্থায় অনবধানবশত রোলার মেশিনে হাত প্যাঁচিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাসন্দি গ্রামের ইমান আলীর ছেলে মাসুদ রানা মারা যায়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছে। আশুলিয়ায় যুবলীগ নেতা আটক সংবাদদাতা, সাভার, ২২ অক্টোবর ॥ সাভারের আশুলিয়ায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে মঈনুল ইসলাম ভূঁইয়া নামের স্থানীয় এক ইউপি সদস্য ও যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, মাকসুদা বেগম নামের এক নারী বাইপাইল এলাকায় তার মার্কেটের জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ করেন ইউপি সদস্য মঈনুল ইসলামের বিরুদ্ধে। তার অভিযোগের ভিত্তিতে রাতে তাকে আটক করা হয়। নারায়ণগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর দেওভোগ বেপারীপাড়া এলাকা থেকে মোহাম্মদ আলম (৪০) নামে এক সন্ত্রাসীকে বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত ১১টায় জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহাম্মদ আলম নগরীর গোগনগর এলাকার মনির মিয়ার ছেলে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আলমকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তাড়াইলে ২৫ বস্তা চাল আটক নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২২ অক্টোবর ॥ জেলার তাড়াইল উপজেলায় পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচীর ২৫ বস্তা চাল আটক করা হয়েছে। বস্তাগুলোতে এক হাজার ২৫০ কেজি চাল রয়েছে বলে জানা গেছে। সোমবার রাত ১০টার দিকে তাড়াইল সদর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক সূত্র জানায়, উপজেলার জাওয়ার ইউনিয়নের ডিলার সানাউল্লাহর গুদাম থেকে রাতে একটি টমটমে করে ২৫ বস্তা চাল পাচার করা হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ওই রাতেই অভিযান চালিয়ে এগুলো আটক করে। এ সময় টমটমে থাকা লোকজন পালিয়ে যায়। ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২২ অক্টোবর ॥ বিবাহিত ও চাকরিজীবী হওয়ার কারণে সদর উপজেলা ছাত্রলীগের ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জরুরী সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ওই ১৬ নেতাকে সম্মানের সঙ্গে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ওই ১৬ টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন জানিয়েছেন, অব্যাহতি দেয়া নেতৃবৃন্দ ছাত্রলীগের আন্দোলন-সংগ্রামে সব সময় রাজপথে ছিলেন। তাদের সম্মানের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ বিজ্ঞপ্তিতে নাম প্রকাশ করা হয়নি।
×