ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সম্রাট কেন্দ্রীয় কারাগারে

প্রকাশিত: ১১:২৩, ১৩ অক্টোবর ২০১৯

সম্রাট কেন্দ্রীয় কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ ক্যাসিনো সম্রাট ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে হাসপাতাল থেকে ফের কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠানো হয়েছে। শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল হওয়ায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল কর্তৃপক্ষ সম্রাটকে কারাগারে ফেরত পাঠায়। সম্রাটকে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় জিজ্ঞাসাবাদ করার প্রস্ততি চলছে। শনিবার দুপুর বারোটার দিকে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফেরত পাঠায়। গত ৮ অক্টোবর সকাল ছয়টার দিকে সম্রাট অসুস্থ হয়ে পড়েন। বুকে ব্যথা হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর সম্রাটকে তার সহযোগী আরমানসহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলে তার অফিসে অভিযান চালায়। সেখানে মদ, বুলেট, ম্যাগজিন, পিস্তল ও ক্যাঙ্গারুর চামড়া পাওয়া যায়। বন্যপ্রাণী আইনে সম্রাটকে ছয় মাসের কারাদ- দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। ক্যাসিনোবিরোধী অভিযানে ঘুরে ফিরেই আসে মাস্টারমাইন্ড সম্রাটের নাম। ক্যাসিনো থেকে তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ক্যাসিনো থেকে অবৈধ রোজগারের দায়ে গত ২৩ সেপ্টেম্বর তার ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত এবং তলব করার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। পরদিন সম্রাটের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী ১৫ অক্টোবর সম্রাটের বিরুদ্ধে দায়েরকৃত মাদক ও অস্ত্র মামলায় রিমান্ডের শুনানির দিন ধার্য করেছে আদালত। মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাবের তরফ থেকে দুই মামলায় দশ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
×