ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বিয়ে বাড়ির খাবার খেয়ে ৭০ জন হাসপাতালে

প্রকাশিত: ১০:৪১, ৯ অক্টোবর ২০১৯

পঞ্চগড়ে বিয়ে বাড়ির খাবার খেয়ে ৭০ জন হাসপাতালে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে এক বিয়ে বাড়ির খাবার খেয়ে নারী ও শিশুসহ অন্তত ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই রোগীরা বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়। এমনকি ওই বিয়ের বর কনেও খাবার খেয়ে অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমনটি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা। হাসপাতালে ভর্তি রোগীরা জানায়, জেলার বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার সিরাজুল ইসলামের একমাত্র ছেলে মাজেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাদেরপুর এলাকার আমিরুল ইসলামের মেয়ে আম্বিয়া খাতুনের বিয়ে হয়। সোমবার মাজেদুলের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দাওয়াত কার্যক্রম। এতে প্রায় ৪শ‘ জন দাওয়াত খান। খাবার খেয়ে যে যার মতো বাড়ি ফিরে যান। মঙ্গলবার ভোর থেকে এক এক করে ওই বিয়ে বাড়িতে খাবার খাওয়া লোকজনের মধ্যে ডায়রিয়া, বমি, পেটব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে যারা ওই বিয়ে বাড়িতে খাবার খেয়েছিলেন তাদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বেড়ে গেলে মঙ্গলবার দুপুর থেকে তারা হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। মঙ্গলবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৯ জন ভর্তি হন। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জায়গার সঙ্কুলান না হওয়ায় প্রতি বেডে দুজন করে রোগী রাখা হয়েছে। এছাড়া বারান্দার মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। একসঙ্গে এত রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন খাবারে পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়েছেন। বর মাজেদুল ইসলামের বাবা সিরাজুল ইসলাম বলেন, সোমবার সুন্দরভাবেই ভৌভাতের আয়োজন সম্পন্ন হয়। গভীর রাত থেকে এক এক করে অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। এমনকি আমাদের পরিবারের লোকজন ও বর কনেসহ সবাই অসুস্থ হয়ে পড়ে। আমাদের পরিবারের লোকজন, কনে পক্ষ, আত্মীয় স্বজনসহ আমি এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। জানি না কে এমনটা করেছে। আর কিভাবে এ ঘটনা ঘটল। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাহিদ হাসান বলেন, সকল রোগীর লক্ষণ দেখে আমরা মনে করছি ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ পড়েছেন। হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই রোগীদের খোঁজখবর নিতে যান পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় জেলা পুলিশ সুপার ইউসুফ আলী ও সিভিল সার্জন ডাঃ নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন।
×