ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্যারোল শেষে ফের কারাগারে গিয়াস উদ্দিন আল মামুন

প্রকাশিত: ১১:৪৭, ২৭ সেপ্টেম্বর ২০১৯

প্যারোল শেষে ফের কারাগারে গিয়াস উদ্দিন আল মামুন

নিজস্ব সংবাদদতা, কেরানীগঞ্জ, ২৬ সেপ্টেম্বর ॥ মায়ের জানাজায় উপস্থিত থাকতে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন গিয়াস উদ্দিন আল মামুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার সকাল ৯টায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন আল মামুনকে তার মায়ের মৃত্যুর কারণে প্যারোলে পুলিশ প্রহরায় মুক্তি দেয়া হয়েছিল। প্যারোলের শর্ত অনুযায়ী তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না। তার সঙ্গে সর্বক্ষণিক পুলিশ থাকবে এবং চার ঘণ্টা সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দুপুর ১টা ২০ মিনিটে ফের কারাগারে নিয়ে আসা হয়েছে। বুধবার ভোরে মামুনের মা হালিমা খাতুন বার্ধক্যজনিত কারণে শেষ নিশ^াস ত্যাগ করেন। মামুনের বড়ভাই জালাল উদ্দিন রুমি বুধবার আদালতে মামুনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে তা মঞ্জুর করে আদালত।
×