ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ইবিতে ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৩, ২৫ সেপ্টেম্বর ২০১৯

ইবিতে ছাত্রলীগের ছয় নেতার বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছয় নেতার নামে চাঁদাবাজির মামলার প্রতিবাদে বিকেল সাড়ে চারটার দিকে প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একাংশ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ আদালতে মামলাটি দায়ের করেন। শামসুজ্জামান তুহিন জানান, ‘গত রবিবার বিকেলে আমি ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের হাজী মার্কেটের সামনে বসেছিলাম। তখন ইবি ছাত্রলীগের সাবেক ছয় নেতা এসে আমার মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় প্রাণভয়ে আমি তাদের ৫০ হাজার টাকা তাৎক্ষণিক ম্যানেজ করে দেই। বাকি টাকা না দিলে জীবনের হুমকি দেয় তারা।’ আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলামিন জোয়ার্দ্দার, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মাদ আলী শিমুল, স্থানীয় নাজমুল, সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু এবং সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন।
×