ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সাগরে ভাসছে জাহাজের মালামাল

প্রকাশিত: ১১:৩৩, ১৭ সেপ্টেম্বর ২০১৯

সাগরে ভাসছে জাহাজের মালামাল

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৬ সেপ্টেম্বর ॥ রবিবার রাতে লালুয়ার পশ্চিম কলাউপাড়া গ্রামের ইজাজ প্যাদার বাড়ির ঘর থেকে ১৪ বস্তা পন্ডস হোয়াইট বিউটি প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানার এসআই বিপ্লব মিস্ত্রির নেতৃত্বে একদল পুলিশ এসব সামগ্রী উদ্ধার করে। ইজাজ প্যাদার উদ্ধৃতি দিয়ে বিপ্লব মিস্ত্রি জানান, সাগরে মাছ শিকারের সময় এসব সামগ্রী ভাসতে দেখে তারা সংগ্রহ করেছেন। এছাড়া গঙ্গামতি সৈকতে ভেসে আসা ৬০টি তরল পদার্থ ভর্তি ড্রাম মহিপুর পুলিশ উদ্ধার করেছে। মালামাল উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। অতিসম্প্রতি পায়রা ফেয়ার ওয়ে বয়ার কাছে বঙ্গোপসাগরে ১৫২টি কন্টেনারবাহী লাইটার জাহাজ এমভি গলফ আরগো ডুবে যায়। এসব পণ্য সামগ্রী ওই জাহাজের থেকে ভেসে আসছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজ ডুবির ঘটনায় কোম্পানির লজিস্টিক ম্যানেজার মোঃ নুরুজ্জামান জাহাজ ও জাহাজের যন্ত্রাংশ এবং পরিবাহিত মালামাল রক্ষা ও নিরাপত্তার জন্য মহিপুর থানার সাধারণ ডায়েরি করেছেন। একই কপি দিয়েছেন পায়রা বন্দর কর্তৃপক্ষকে। পায়রা বন্দরের সহকারী পরিচালক (নিরাপত্তা) মোঃ সোহেল মীর এ কপি গ্রহণ করেন। ১৪ সেপ্টেম্বর এ আবেদন করা হয়েছে। তবে জাহাজটি উদ্ধারের আনুষ্ঠানিকতা শুরু হয়নি। উল্লেখ্য, ১২ সেপ্টেম্বর পায়রা ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এমভি গলফ আরগো জাহাজ ১৪ নাবিক নিয়ে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশী পিস্তলসহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাকে আটক করা হয়। ধৃত অস্ত্রধারী রোহিঙ্গার নাম ছব্বির আহমদ। সে বালুখালী ক্যাম্পের দীল মোহাম্মদের পুত্র। তাকে বালুখালী ২ নম্বর ক্যাম্প থেকে অত্যাধুনিক পিস্তল গুলিসহ আটক করা হয়।
×