ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রকাশিত: ০৯:৪২, ১৫ সেপ্টেম্বর ২০১৯

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

সংবাদদাতা, লালপুর, ১৪ সেপ্টেম্বর ॥ নাটোরের লালপুরে ট্রেনের ধাক্কায় সোনী (২৫) নামের এক মোটরসাইকেল মেকার নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলা বাউড়া রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলে সোনী মারা যান। সে গোপালপুর পৌরসভা এলাকার মহিষাখোলা মহল্লার সান্টুর ছেলে। শনিবার বিকেলে আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে বাড়ি ফেরার পথে বাউড়া রেলগেট এলাকায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে সোনীর দেহ তিন টুকরা হয়ে যায় এবং সেখানে তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন দেহের টুকরাসহ তার লাশ উদ্ধার করেন। ঢাবিতে চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ কোন ধরনের অনিয়ম ও জালিয়তির অভিযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) শনিবার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ক্যাম্পাসের মোট ১৯ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর চ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ১৬,০০১ জন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান চারুকলা অনুষদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
×