ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আদালতে ফয়সালা করেই ছাত্রদলের কাউন্সিল ॥ দুদু

প্রকাশিত: ০৯:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০১৯

আদালতে ফয়সালা করেই ছাত্রদলের কাউন্সিল ॥ দুদু

স্টাফ রিপোর্টার ॥ আদালতের স্থগিতাদেশের কারণে শনিবার কাউন্সিল করেনি ছাত্রদল। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়টি ছিল বন্ধ। তবে সকাল থেকে দিনভর বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান-করতালি দিয়ে তাদের উপস্থিতি জানান দেয়। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল সভাপতি শামসুজ্জামান দুদু সাংবাদিকদের বলেন, আইনী লড়াইয়ে স্থগিতাদেশের বিষয়ে আদালতে ফয়সালা করেই ছাত্রদলের কাউন্সিল আয়োজন করা হবে। ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহর দায়ের করা মামলায় বৃহস্পতিবার ঢাকার চতুর্থ জজ আদালত সংগঠনের ষষ্ঠ কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দেয়। এ কারণে পূর্বনির্ধারিত সময় অনুসারে শনিবার কাউন্সিল করতে পারেনি ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়েও যায়নি ছাত্রদলের নেতাকর্মীরা। তবে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান করে তারা থেমে থেমে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। দুপুরের দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু তার কার্যালয়ে বসলে কিছু ছাত্রদল নেতাকর্মী ও সাংবাদিকরা তার কাছে ছাত্রদলের কাউন্সিল সম্পর্কে জানতে চান। এ সময় তিনি বলেন, আদালতের নির্দেশের কারণে আপাতত কাউন্সিল করা যাচ্ছে না।
×