ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ

প্রকাশিত: ১০:৩৮, ৯ সেপ্টেম্বর ২০১৯

 খালেদার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। অন্যদিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে ৪৫ একর খাস জমি বরাদ্দ দেয়ার মামলায় আপীল দ্রুত শুনানির জন্য আবেদন করেছে সরকার। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে এসি ল্যান্ড মোঃ আরিফুল ইসলাম এ আবেদন করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করে তা কার্যতালিকায় (কজলিস্টে) রাখার নির্দেশ দেন।
×