ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মধুখালীতে সড়ক দাবি

প্রকাশিত: ১০:৩৪, ২২ আগস্ট ২০১৯

মধুখালীতে সড়ক দাবি

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২১ আগস্ট ॥ মধুখালীতে মধুমতি নদী ভাঙ্গন রোধ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ স্মৃতি জাদুঘরে যাতায়াতসহ আট গ্রামের মানুষের চলাচলের জন্য সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে মধুমতি নদী সংলগ্ন গন্ধখালী ইউনুস মৃধার বাড়ির সামনে এ মানববন্ধন পালন করা হয়। জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার থেকে রউফনগর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পর্যন্ত চলে গেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কামারখালী-রউফনগর সড়কটি। এই সড়ক দিয়ে চলাচল করে গন্ধখালী, রউফনগর, নাওড়াপাড়া, দয়ারামপুর, জারজারনগর, চর গয়াসপুরসহ আট গ্রামের মানুষ।
×