ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘কোরান খতম ও পোস্টারের সঙ্গে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই’

প্রকাশিত: ১১:৫১, ২১ আগস্ট ২০১৯

‘কোরান খতম ও পোস্টারের সঙ্গে ছাত্রলীগের কোন সম্পর্ক নেই’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘পবিত্র কুরআন খতম, হামদ-নাত ও দোয়া মাহফিল’-এর অনুষ্ঠান ও এ সংক্রান্ত পোস্টারের সঙ্গে কোন সম্পর্ক নেই বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাতে ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মাহমুদ আব্দুল্লাহ মুন্সি স্বাক্ষরিত এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল হতে মধুর ক্যান্টিনসহ বিভিন্ন স্থানে জাতির পিতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে কোরান খতম ও দোয়া মাহফিল সংক্রান্ত ছাত্রলীগের একটি পোস্টার দেখা যায়। যেখানে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সঞ্চালনা করবেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কোরান খতম, হামদ-নাত পরিবেশনা ও দোয়া মাহফিল শীর্ষক অনুষ্ঠান এবং পোস্টারের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের কোন সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী (শোভন) ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী উক্ত অনুষ্ঠান ও পোস্টারের বিষয়ে জ্ঞাত নন। তাছাড়া ছাত্রলীগের সাংগঠনিক প্রচারের জন্য পোস্টার প্রচার সম্পাদক কর্তৃক প্রচারিত এবং গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কর্তৃক প্রকাশিত হয়, যা কিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উক্ত পোস্টারে অনুপস্থিত। বিতর্কিত অতিথি তালিকা সমেত উক্ত পোস্টার প্রকাশনা ও প্রচারের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী সংসদ দৃঢ় প্রতিজ্ঞ।
×