ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের তথ্য

ঈদে সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ২৯৯

প্রকাশিত: ১১:৪৯, ২১ আগস্ট ২০১৯

ঈদে সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ২৯৯

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদ উল আজহায় দেশের সড়ক মহাসড়কে ১৯৯ সড়ক দুর্ঘটনায় ২৫৩ জন নিহত, ৭৬৫ জন আহত হয়েছে। সড়ক, রেল ও নৌপথে সম্মিলিতভাবে ২৫০টি দুর্ঘটনায় ২৯৯ জন নিহত ও ৭৮৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। মঙ্গলবার সকালে নগরীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম, এসপিপি (অব) এই তথ্য তুলে ধরেন। সংগঠনটির দুর্ঘটনা গবেষণা ও মনিটরিং সেল এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদে সংশ্লিষ্ট সব দফতরের ঈদ প্রস্তুতি নিয়ে নানা কথা শুনলেও বাস্তবতা ছিল ভিন্ন। রেলপথে সময়সূচীর ভয়াবহ বিপর্যয়, অনিয়ম, সড়ক, রেল, নৌ ও আকাশপথে ভাড়া নৈরাজ্য, ফেরি ও লঞ্চ চলাচলে বিঘœ, সদরঘাটসহ নৌ টার্মিনালগুলোতে ভোগান্তি, লোভ ও শৈথিল্যেও বিপর্যয়, নারী যাত্রীদের হয়রানির মধ্যদিয়ে শেষ হলো ঈদ উল আজহার ঈদ আনন্দ যাত্রা। এবারের যাত্রায় স্বস্তি না থাকলেও দুর্ঘটনা কম ছিল তবে ঈদ ফিরতি যাত্রায় ভয়াবহ দুর্ঘটনায় রূপ নেয়। যাত্রা পথে বাস, লেগুনা, নৌকা ও বিরতি রেস্তরাঁয় ধর্ষণের শিকার হয়েছেন চার নারী যাত্রী। বন্যায় ক্ষতিগ্রস্ত ২১ জেলার ৬৩৫ কিলোমিটার সড়ক-মহাসড়কে দুর্ভোগ বেশি হয়েছে। ঈদযাত্রা শুরুর দিন ৬ আগস্ট থেকে ঈদ শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরা ১৮ আগস্ট পর্যন্ত বিগত ১৩ দিনে সড়কপথে ১৯৯ দুর্ঘটনায় ২৫৩ জন নিহত ও ৭৬৫ জন আহত, নৌপথে ২১ দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৫১ জন নিখোঁজ ও ২৩ জন আহত হয়েছে। এই সময়ে রেলপথে ট্রেনে কাটা পড়ে পূর্বাঞ্চলে ২১ জন ও পশ্চিমাঞ্চলে ৯ জনসহ মোট ৩০ জন নিহত হয়। চলতি বছরের ঈদ উল ফিতরে ১৮৫ সড়ক দুর্ঘটনায় ২২১ জন নিহত ৬৫২ জন আহত হয়েছিল, নৌপথে ৪ জন, ট্রেনে কাটা পড়ে ২২ জন নিহত হয়েছিল। ঈদ উল আজহায় তুলনামূলকভাবে দুর্ঘটনা, নিহত ও আহতের সংখ্যা বেড়েছে। যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের দুর্ঘটনা গবেষণা ও মনিটরিং সেলের সদস্যরা দেশের বহুল প্রচারিত বিশ্বাসযোগ্য ১৮টি জাতীয় দৈনিক, ৬টি আঞ্চলিক দৈনিক ও ১০টি অনলাইন নিউজপোর্টালে প্রকাশিত তথ্য মনিটরিং করে এ প্রতিবেদন তৈরি করে। পর্যবেক্ষণে দেখা যায় মোট যানবাহনের ৬৬টি বাস, ৬২টি মোটরসাইকেল, ৩৩টি ট্রাক-কাভার্ডভ্যান ও পিকআপ, ১৪টি কার-মাইক্রো, ৪৫টি নছিমন-করিমন, ভটভটি-ইজিবাইক, অটোরিক্সা, ২৬টি অন্যান্য যানবাহন এসব দুর্ঘটনায় জড়িত ছিল। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৬১টি গাড়িচাপায়, ৭৪টি সংঘর্ষ, ৩০টি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, অন্যান্য কারণে ৩৪টি দুর্ঘটনা সংঘটিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ, পুলিশ কল্যাণ এ্যাসোসিয়েশনের সভাপতি ডিএ তায়েফ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, হানিফ খোকন, নুর নবী শিমু, সামসুদ্দীন চৌধুরী, আবদুল্লাহ আল যুবায়ের, সায়মুন নাহার জিদনী, আবুল বাশার হাউলাদার প্রমুখ। শাহবাগে এক হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহবাগ এলাকা থেকে অন্তত এক হাজার পিস ইয়াবাসহ পারভীন (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার গভীর রাতে রমনা স্টোরের দেয়াল সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান জানান, ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সোমবার নতুন করে মাদকের একটি চালান লেনদেন করতে গিয়ে তিনি আবারও গ্রেফতার হন।
×