ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মাগুরায় ভুয়া সেনা সদস্যকে গণপিটুনি

প্রকাশিত: ০৯:১৬, ১৭ আগস্ট ২০১৯

 মাগুরায় ভুয়া সেনা সদস্যকে গণপিটুনি

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৬ আগস্ট ॥ মাগুরায় মিথ্যা সেনা সদসের পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে মিলন মোল্লা (২৮) নামে এক ভুয়া সেনা সদস্যকে বৃহস্পতিবার রাতে গণপিটুনী দিয়ে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা। সে ফরিদপুরের মধুখালী উপজেলার দক্ষিণ চরবাগাট গ্রামের শহীদ মোল্লার ছেলে। তাকে আহত জানা যায়, মাগুরা সদর উপজেলার দ্বারিয়াপুর ছত্রকান্দি গ্রামে আটকৃত মিলন মোল্লা বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও তার চাচাতো ভাই সেনা সদস্যের ভুয়া পরিচয় এবং নিজেকে অবিবাহিত ও তাদের তিনতলা বাড়ি রয়েছে পরিচয় দিয়ে উক্ত গ্রামের ইছহাক মোল্লার মেয়েকে সম্প্রতি বিয়ে করে। প্রতারক মিলন মেয়ের পিতাকে জানায়, সেনাবাহিনীতে চাকরি করলে ৪ বছরের অগে বিয়ে করলে জানাজানি হলে চাকরি চলে যাবে। তাই সে বিষয়টি গোপন রেখে বিয়ে করছে। বিয়ের পর মিলন মেয়ের পিতার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নেয়। পরবর্তীকালে ইছহাক মোল্লার কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি গ্রামবাসীদের জানান। তারা বৃহস্পতিবার রাতে মিলন মোল্লাকে আটক করে গণপিটুনী দিয়ে মাগুরা থানা পুলিশে খবর দেয়।
×