ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খুলনার সেই ওসি ও এক এসআই ক্লোজড

প্রকাশিত: ১১:১৩, ৮ আগস্ট ২০১৯

খুলনার সেই ওসি ও এক এসআই ক্লোজড

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জিআরপি (রেলওয়ে) থানায় এক নারীকে (২১) ধর্ষণের অভিযোগ ওঠায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান ও সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নাজমুল হককে ক্লোজড করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার তাদের খুলনা জিআরপি থানা থেকে পাকশি রেলওয়ে পুলিশ লাইনে ক্লোজ করা হয়। ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ তাদের ক্লোজ করার বিষয়টি নিশ্চিত করেন। তদন্ত কমিটির প্রধান সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ জানান, মঙ্গলবার দুপুর থেকে তদন্ত কমিটির সদস্যরা খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে এক নারীর তোলা ধর্ষণের অভিযোগের তদন্ত শুরু করেছেন। যেখানে যাওয়া দরকার বা যার যার সঙ্গে কথা বলা দরকার তা তারা করছেন। এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য নির্দেশনা রয়েছে। তদন্ত কার্যক্রম শেষ হলেই উর্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট দেয়া হবে। এ বিষয়ে তিনি আর কোন কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি জানান, ওসি ক্লোজড হওয়ায় খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সেকেন্ড অফিসার অসীম কুমার দাস। জানা গেছে, অভিযোগকারিণী ২ আগস্ট (শুক্রবার) বিকেলে যাশোর থেকে খুলনাগামী কমিউটার ট্রেনে আসার সময় জিআরপি পুলিশ প্রথমে তাকে মোবাইল চুরির অপরাধে থানায় ধরে নিয়ে যায়। পরে গভীর রাতে জিআরপি খুলনা থানায় তাকে আটকে রেখে মারপিট করা হয় এবং ওসি ওসমান গণি পাঠানসহ ৫ পুলিশ সদস্য ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে। খুলনা জিআরপি থানায় পুলিশের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান হলেন কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার ফিরোজ আহমেদ। এছাড়া সদস্যরা হলেন কুষ্টিয়া রেলওয়ে সার্কেলের ডিআইও-১ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শ.ম. কামাল হোসেইন ও দর্শনা রেলওয়ে ইমিগ্রেশন ক্যাম্পের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ বাহারুল ইসলাম।
×