ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

প্রকাশিত: ১১:০৯, ৭ আগস্ট ২০১৯

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের দামেই সারাদেশে বেচাকেনা হবে কোরবানির পশুর চামড়া। এতে ঢাকায় প্রতিবর্গফুট গরুর চামড়া ৪৫-৫০ এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকায় বিক্রি হবে। এছাড়া সারাদেশে প্রতিবর্গফুট খাসির চামড়া ১৮-২০ এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় বেচাকেনার ঘোষণা দেয়া হয়েছে। তবে অভ্যন্তরীণ মার্কেটের চেয়ে দাম বেশি পাওয়া গেলে কাঁচা রফতানি করার অনুমতি দেবে সরকার। শীঘ্রই এ বিষয়ে আরেকটি বৈঠক করবে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পশুর চামড়ার দাম নির্ধারণ করতে চামড়া খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী, রফতানিকারক ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠক শেষে গতবারের দাম বহাল রাখার ঘোষণা দেন তিনি। আলোচনায় অংশগ্রহণ করেন বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান (বিটিএ) মোঃ শাহীন আহমেদ, হাইড এ্যান্ড স্কিন মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামসহ মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা।
×