ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চুয়েটে সিএসই ফেস্ট সম্পন্ন

প্রকাশিত: ০৮:৪৫, ৫ আগস্ট ২০১৯

 চুয়েটে সিএসই ফেস্ট সম্পন্ন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রবিবার সম্পন্ন হয়েছে কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘১৪ ব্যাচের ছাত্র-ছাত্রীদের শিক্ষা সমাপনী উৎসব ‘সিএসই ফেস্ট-২০১৯’। এ উপলক্ষে সকালে সিএসই বিভাগের সামনে থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শোভাযাত্রাটি সিএসই বিভাগ হতে শুরু হয়ে লেডিস হল, গোল চত্বর, প্রশাসনিক ভবন ও সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন হয়ে কেন্দ্রীয় অডিটরিয়ামে এসে শেষ হয়। এতে সিএসই বিভাগের ছাত্র-ছাত্রীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় অডিটরিয়ামে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।
×