ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নদীশাসন হতে হবে বিজ্ঞান ভিত্তিক ॥ এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৯:১৩, ৩ আগস্ট ২০১৯

 নদীশাসন হতে  হবে বিজ্ঞান  ভিত্তিক ॥  এ্যাটর্নি জেনারেল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, নদী শাসন হতে হবে বিজ্ঞান ভিত্তিক। এক পক্ষকে (পার) রক্ষা করতে গিয়ে যেন অপর পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি শুক্রবার সকালে লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন। সম্প্রতি খড়িয়া গ্রামটি পদ্মা নদীর ব্যাপক ভাঙ্গনের শিকার হয়ে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গনরোধে ব্যবস্থা নিয়েছে। সেই সঙ্গে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদীর স্রোত ঘুরিয়ে দেয়ারও চেষ্টা করছে। এতে এখন খড়িয়া গ্রাম ভাঙ্গন থেকে রক্ষা পেলেও স্রোত এখন ১নং খড়িয়া, দক্ষিণ হলদিয়া ও সিংহেরহাটি গ্রাম তিনটিতে আঘাত করছে। এছাড়া শিমুলিয়া ঘাটের কাছে জেগে ওঠা চর ড্রেজার দিয়ে কাটার ফলে একদিকে যেমন ফসলি জমি বিলীন হচ্ছে, অন্যদিকে নতুন করে বাড়িঘরও নদী ভাঙ্গনের মুখে পড়েছে। এ সময় উপস্থিত ছিলেন, কনকসার ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ, মেম্বার জাকির হোসেন, মাহবুবুল হাসান সুজন শেখসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
×