ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দেবী শেঠির হাসপাতালে ইউজিসি কর্মকর্তাদের বিশেষ সুবিধা

প্রকাশিত: ০৯:৪১, ২ আগস্ট ২০১৯

দেবী শেঠির হাসপাতালে ইউজিসি কর্মকর্তাদের বিশেষ সুবিধা

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে ভারতের খ্যাতনামা চিকিৎসক দেবী প্রসাদ শেঠি প্রতিষ্ঠিত নারায়ণা হেলথ সিটির একটি সমঝোতা চুক্তি হয়েছে। এখন থেকে ইউজিসির চেয়ারম্যান, সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা নারায়ণা হেলথে উন্নত চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। খবর বাংলানিউজের। বৃহস্পতিবার ইউজিসি সচিব ড. মো: খালেদ ও নারায়ণা হেলথ সিটির চিফ অপারেটিং অফিসার (সিওও) জোসেফ পাসাঙ্গা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এ তথ্য জানিয়েছেন। চুক্তি অনুষ্ঠানে জোসেফ পাসাঙ্গা বলেন, ইউজিসি পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিশেষ প্যাকেজ দেবে নারায়ণা হেলথ। ডাক্তারের সাক্ষাত-পরামর্শ, রোগী ভর্তি ও আবাসন সুবিধার বিষয়ে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দেয়া হবে। এক্ষেত্রে একটি হটলাইন ও বিশেষ সুবিধা কার্ড চালু করা হবে। উপমহাদেশে চিকিৎসা সেবায় বেশ জনপ্রিয়তা রয়েছে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী প্রসাদ শেঠির। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের চিকিৎসায় ভারত থেকে আসার পর বাংলাদেশে আরও বেশি আলোচনায় আসেন এ চিকিৎসক। ভারতের বিভিন্ন রাজ্যে নারায়ণা হেলথের ২৩টি শাখা রয়েছে। ২০১৭ সালে এটি এশিয়ার সেরা হেলথ কেয়ার ব্র্যান্ডের পুরস্কার পায়। আরও উপস্থিত ছিলেন, ইউজিসির সদস্য ড. মো: আক্তার হোসেন, ড. দিল আফরোজা বেগম, ড. মো: সাজ্জাদ হোসেন, ইউজিসির বিভিন্ন বিভাগীয় প্রধানসহ নারায়ণা হেলথের প্রতিনিধিরা।
×