ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

প্রকাশিত: ১১:৫৫, ১ আগস্ট ২০১৯

কুমিল্লায় গরুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩১ জুলাই ॥ গরুবোঝাই ট্রাক উল্টে ৩ জন নিহত হয়েছে। এ সময় ট্রাকে থাকা ৬টি গরু মারা যায়। বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঈদ-উল-আজহাকে সামনে রেখে ঝিনাইদহ থেকে গরুবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল ব্যবসায়ীরা। ভোরে চৌদ্দগ্রামের চিওড়া এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝিনাইদহ জেলার লাঠিপাড়া গ্রামের খোকন মিয়া, একই গ্রামের সামাউল ও ঝিনাইদহের মহেশপুর সিবানপুর গ্রামের আনোয়ার হোসেন। বরিশালে দুই বন্ধু নিহত স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি এলাকার বাসিন্দা সামসুল আলমের পুত্র ও ব্রুনাই প্রবাসী সিরাজুল ইসলাম মুরাদ (২৫) ও তার বন্ধু একই এলাকার ছালাম সিকদার সুরুজ (২৫)। জানা গেছে, বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুরের কামিনী পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় ওইদিন বিকেল পৌনে ছয়টার দিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে তারা দুর্ঘটনায় পতিত হয়। ধামরাইয়ে ৩ সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে বাসের ধাক্কায় ভ্যানের দুই যাত্রীসহ ভ্যান চালক নিহত হয়েছে। বুধবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের আব্দুল ফকির (৫৫), সামাদ বাবু (৫৮), ভ্যান চালক আব্দুর জব্বার (৪০)। নীলফামারীতে কৃষক স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বাজারে মাছ কিনে আর বাড়ি ফেরা হলো না কৃষক ইয়াকুব আলীর (৫৫)। তার আগেই রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বুধবার সকাল সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ উপজেলার রংপুর সড়কের রনচন্ডি ইউনিয়নের অবিকেল বাজার এলাকায়। চট্টগ্রামে বাইক আরোহী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় একজনের মৃত্যু হযেছে। নিহত সোলায়মান (৪৫) পুরাতন চান্দগাঁও এলাকার নুরুল হকের পুত্র।
×