ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রফেসর আমিনুল দ্বিতীয় মেয়াদে বশেমুরকৃবির পরিচালক নিযুক্ত

প্রকাশিত: ০৯:০৫, ১১ জুলাই ২০১৯

 প্রফেসর আমিনুল দ্বিতীয় মেয়াদে বশেমুরকৃবির পরিচালক নিযুক্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. এ. কে. এম. আমিনুল ইসলাম দ্বিতীয় মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) নিযুক্ত হয়েছেন। তিনি তার প্রথম মেয়াদ সফলতার সঙ্গে শেষ করেছেন। প্রফেসর আমিনুল ইসলাম ১৯৭৩ সালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে বি.এসসি. এজি (সম্মান) এবং এম.এসসি (এজি) ডিগ্রী অর্জন করেন। প্রফেসর ইসলাম মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল এবং প্রসেস ইঞ্জিনিয়ারিং এ পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। প্রফেসর আমিনুল ইসলাম ইতিপূর্বে পরিচালক (গবেষণা) ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন পেশাগত সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।-বিজ্ঞপ্তি
×