ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাদার্সের কাছে হার শেখ জামালের

প্রকাশিত: ১২:০৩, ৩ জুলাই ২০১৯

ব্রাদার্সের কাছে হার শেখ জামালের

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের তিনবারের চ্যাম্পিয়ন তারা। অথচ গত কয়েক বছর ধরেই লীগে তারা মোটেও ভাল ফল করতে পারছে না। বলছি শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডের কথা। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগে প্রায়ই নিজেদের চেয়ে নিচে থাকা দলগুলোর কাছে পয়েন্ট খোয়াচ্ছে তারা। এই যেমন মঙ্গলবার হারালো। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-২ গোলে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের কাছে। ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল ৩-২ গোলে। গত ১২ ফেব্রুয়ারি প্রথম মোকাবেলায় এই ব্রাদার্সকেই ১-০ গোলে হারিয়েছিল জামাল। মঙ্গলবারের খেলায় জেতার পাশাপাশি আগের হারের প্রতিশোধটাও কড়ায়-গ-ায় নিয়ে নিল দু’বারের লীগ শিরোপাধারী গোপীবাগের দল ব্রাদার্স। নিজেদের অষ্টাদশ ম্যাচে এটা সপ্তম হার ‘বেঙ্গল ইয়োলোস’ খ্যাত জামালের। ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে আছে তারা। পক্ষান্তরে নিজেদের সপ্তদশ ম্যাচে এটা তৃতীয় জয় ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্সের। তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। ১৩ দলের মধ্যে দ্বাদশ স্থানে থেকে এখনও রেলিগেশনের ‘ডেঞ্জার জোন’-এ আছে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে ডানপ্রান্ত থেকে ফরোয়ার্ড মোকারমের যোগান দেয়া বলে পোস্টের কাছ থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করে ব্রাদার্সকে লিড এনে দেন আরিফুল ইসলাম শান্ত (১-০)। এর পাঁচ মিনিট পরই জামালের বক্সের একেবারে কাছেই ফ্রি কিক পায় ব্রাদার্স। তা থেকে সুদানের ফরোয়ার্ড জেমস মগার বাঁকানো ফ্রি কিকে বল জড়ায় জালে (২-০)। ২৮ মিনিটে বাঁপ্রান্ত থেকে বল বাড়িয়ে দেন সলোমন কিং কানফর্ম। সেই বলটা দারুণ শটে জালে পাঠিয়ে দেন জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড এমিল সাম্বো (১-২)। ৩৮ মিনিটে ডিফেন্ডার মনির হাসান ছোট বক্সের কাছ থেকে ডান পায়ে বল পাঠালে প্লেসিং করেন এমিল সাম্বো, সমতায় ফেরে জামাল (২-২)। পরের মিনিটেই আবারও গোল করে লিড নেয় ব্রাদার্স। এবারও সেই প্রথমবারের মতোই মোকারমের পাসে গোল করেন আরিফুল (৩-২)। ৬২ মিনিটে শফিকুল ইসলাম সাফির পাসে আবারও গোল করেন জেমস মগা (৪-২)। এগিয়ে যায় ব্রাদার্স। ৭৮ মিনিটে মিডফিল্ডার মান্নাফ রাব্বি আরও এক গোল করলে ৫-২ গোলে পিছিয়ে পড়ে জামাল। শেষ পর্যন্ত এই ব্যবধানেই হারে তারা। ময়মনসিংহে সাইফকে রুখে দিল মোহামেডান ॥ অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। ম্যাচের ৩৩ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসান্দ্রো সেলিনের পাসে বল পেয়ে সাদা-কালোদের জাল কাঁপান সাইফের উজবেক মিডফিল্ডার জকিরভ ওতাবেক (১-০)। ৮৩ মিনিটে জাহিদ হাসান এমিলির পাসে কাউসার আলী রাব্বির গোলে সমতায় ফেরে মোহামেডান (১-১)। তৃতীয় স্থানে থাকা সাইফের ১৮ ম্যাচে ৩৭ আর দশম স্থানে থাকা মোহামেডানের সংগ্রহ ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট।
×