ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

উল্লাপাড়ায় মা-ছেলে হত্যার রহস্য উদঘাটন

প্রকাশিত: ১০:১৪, ১ জুলাই ২০১৯

 উল্লাপাড়ায় মা-ছেলে হত্যার রহস্য  উদঘাটন

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের আলোচিত জোড়া খুনের ঘটনার তিনদিনেই মূল রহস্য উদঘাটন এবং পরিকল্পনাকারীসহ কিলিং মিশনে থাকা ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া হত্যাকান্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ২টি চাপাতি, ২টি ছুরি ও ১টি বড় রামদা উদ্ধার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে খুন হন সাবেক সেনাসদস্য আলতাব হোসেন (৬৫) ও তার মা রিজিয়া খাতুন (৯০)। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। তিনি বলেন, গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে খুন হয় সাবেক সেনাসদস্য আলতাব হোসেন ও তার মা রিজিয়া খাতুন। বৃহস্পতিবার মা-ছেলের মরদেহ উদ্ধার করা হয়। ওইদিনই নিহতের স্ত্রী শামীম আরা বাদী হয়ে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ওই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৭০), সহযোগী আহসান উল্লাহর ছেলে রহমত উল্লাহ পান্না (৩৮), মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) ও মোঃ দুলাল সরকারের ছেলে মনছুর আলী সরকারকে (২২) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেন। ২৯ জুন শনিবার আসামিদের আদালতে সোপর্দ করা হলে মূল পরিকল্পনাকারী আবুল কালাম আজাদ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। জবানবন্দীতে তিনি উল্লেখ করেন, তাদের গ্রামের মসজিদ ও বালু মহাল নিয়ে আলতাব হোসেন মুকুলের বিরোধ ও মামলা মোকদ্দমা চলছিল। আলতাব হোসেনকে শিক্ষা দিতে কয়েকদিন আগে বালু মহালে বসে পরিকল্পনা করা হয়। হত্যাকান্ড সংগঠনের জন্য প্রত্যেকেই ৩ হাজার করে টকা চাঁদা দেন। পরিকল্পনা মাফিক ঘটনার দিন রাতে চাপাতি, ছুরি ও রামদা দিয়ে আলতাব হোসেন এবং তার মাকে এলোপাথাড়ি জখম ও মৃত্যু নিশ্চিত করতে উভয়ের পায়ের রগ কাটা হয়।
×