ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বাংলাবান্ধায় অদ্ভুত নিয়ম চালু ॥ ভোগান্তির শিকার যাত্রী

প্রকাশিত: ০৯:৩৪, ২৯ জুন ২০১৯

 বাংলাবান্ধায় অদ্ভুত নিয়ম  চালু ॥ ভোগান্তির  শিকার যাত্রী

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে চোরাচালান হচ্ছে এমন অজুহাত দেখিয়ে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত আকস্মিক যানবাহন চলাচলে বিজিবি নিষেধাজ্ঞা জারি করেছে। বিজিবি’র এই অদ্ভুত নিয়মে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কে কোন ধরনের যান চলাচল করতে পারছে না। ফলে, একদিকে বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে যাতায়াতকারীরা ভারি ব্যাগ ও লাগেজ নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন এবং অপরদিকে দেশের বিভিন্ন জেলা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট দেখতে আসা মানুষজনও নানা হয়রানির শিকার হচ্ছেন। পাসপোর্টধারী যাত্রীরা নিরুপায় হয়ে রোদ ও ঝড়বৃষ্টির মধ্যেও আধা-কিলোমিটার পথ ব্যাগ-লাগেজ হাতে এবং কাঁধে বহন করছেন। শুধু তাই নয়, ভারতে চিকিৎসা নিতে যাওয়া অসুস্থ রোগীরাও নিদারুণ কষ্ট ভোগ করছেন। গত কিছুদিন ধরে বিজিবি’র এই অদ্ভূত নিয়ম চললেও এসব দেখার কেউ নেই। ভুক্তভোগীদের মতে, এ অবস্থা চলতে থাকলে চতুর্দেশীয় আন্তর্জাতিক এই স্থলবন্দরটি দিয়ে পাসপোর্টধারীরা ভারত, ভুটান, নেপাল যেতে আগ্রহ হারাবে। দিনে দিনে যাতায়াতকারীদের সংখ্যাও কমে যাবে। ঈদের আগ পর্যন্ত ব্যাটারি চালিত অটো, জিরো পয়েন্টে চলাচল করত। হাল্কা এসব যান জিরো পয়েন্টে বিজিবি’র অনেকে প্রাইভেটকার, মাইক্রোও নিয়ে জিরো পয়েন্ট পর্যন্ত যাতায়াত করত। বিজিবি কর্তৃপক্ষের বক্তব্য, আইন অনুযায়ী সীমান্তের জিরো লাইন থেকে দেড় শ’ গজের মধ্যে কোন ধরনের যানবাহন এমনকি মানুষজনও চলাচল করতে পারবে না। বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া জিরো লাইন পর্যন্ত কোন ধরনের যানবাহন চলাচলের অনুমতি দেয়া হচ্ছে না। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এরশাদুল হক বলেন, জিরো লাইনের কাছে যত্রতত্র যানবাহন রেখে মানুষজন ভিড় করাসহ অনেকে ভারতের অভ্যন্তরে চলে যাচ্ছে। এটি নিয়ে বিএসএফ বার বার অভিযোগ করেছে। এ ছাড়াও জেলা প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষ থেকেও বিষয়টি বলার পর এই ব্যবস্থা নেয়া হয়েছে। অবশ্য তিনি পাসপোর্টধারী যাত্রীদের কষ্টের কথা চিন্তা করে বিএসএফের মতো বিজিবির পক্ষ থেকে একটি বা দুটি পরিবহন চলাচলের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান।
×