ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১০:৩৯, ২৮ জুন ২০১৯

 ঝলক

ভাসমান নিউক্লিয়ার প্লান্ট চীন দক্ষিণ চীন সাগরে ভাসমান নিউক্লিয়ার প্লান্ট তৈরির ঘোষণা দিয়েছে। উপকূলবর্তী অঞ্চলে বিদ্যুত পরিষেবা দেয়ার জন্য এই নিউক্লিয়ার প্লান্ট খুবই গুরুত্বপূর্ণ। ন্যাশনাল নিউক্লিয়ার কো-অপারেশন (সিএনএনসি) অন্তত ২০টি ভাসমান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন তৈরি করবে। এ বছরের মধ্যেই তা কার্যকর হবে। নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে প্রাকৃতিক দুর্যোগ কোন আঘাত করতে পারবে না। জরুরী অবস্থায়, সমুদ্রের জল সেচের মাধ্যমে ওই স্টেশনে ব্যবহার করা হবে। এজন্য সেখানে চীনের তৈরি দ্বিতীয় বিমানবাহী রণতরীকে মোতায়েন করা হয়েছে। সম্পূর্ণ গোপনে কাজটি চলছে। বর্তমানে গবেষণা পর্যায়ের কাজটি চলছে। দক্ষিণ চীন সাগরের দ্বীপগুলোর ওপর ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানের দাবি রয়েছে। এলাকাটি নিয়ে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মধ্যে টানাপোড়েন যখন বাড়ছে তখনই ভাসমান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন স্থাপনের বিষয়টি প্রকাশিত হলো। -দ্য ডিপ্লোম্যাট পাথরখেকো পোকা একদল ফরাসি বিজ্ঞানী নতুন প্রজাতির একটি পোকার সন্ধান পেয়েছেন। যেটি পাথর খেয়ে হজম করে ফেলতে সক্ষম। অদ্ভুত দর্শন পোকাকে ঘিরে বিজ্ঞানীদের মধ্যেও রহস্য বাড়ছে। পোকার কর্মকান্ড দেখে চমকে উঠেছেন বিজ্ঞানীরা। কেননা পোকার প্রধান খাবার হলো পাথর। সেই পাথর হজম করে বালি হয়ে মলের সঙ্গে বেরিয়ে আসছে। বিশেষ প্রজাতির এই পোকার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে বিজ্ঞানীরা প্রাণী জগতের নতুন এক দিক খুঁজে পাওয়ার আশা করছেন। এটি কোন সাধারণ পোকা নয়। সাদা রংয়ের লম্বাকৃতির কেঁচোর মতো দেখতে এই পোকা ফিলিপিন্সের আবাতান নদীতে পাথরের চাঁইয়ে ২০০৬ সালে প্রথমবার পাওয়া যায়। তখন এই পোকাকে শিপ ওয়ার্ম বলে মনে করেছিলেন প্রাণী বিজ্ঞানীরা। শিপ ওয়ার্ম অবশ্য নতুন কিছু নয়। টেরেদিনিদি গোত্রের অন্তর্গত পোকাটি কাঠের জাহাজের তলার অংশ কেটে ফুটো করে দেয়। অনেকটা উই পোকার মতো। নতুন প্রজাতির এই পোকার নাম দেয়া হয়েছে লিথারেডো এ্যাবাটানিকা। -জি নিউজ
×