ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশিত: ০৯:০০, ২৮ জুন ২০১৯

 মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গৃহবধূ সুবর্ণা (২২) হত্যার বিচারের দাবিতে দোহারে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গত ২০ জুন সকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ইসলামপুরে স্বামী হৃদয় মন্ডলের বাড়িতে গৃহবধূ সুবর্ণাকে হত্যা করে পরিবারের লোকজন ঘটনার ধামাচাপা দেয়ার কৌশল অবলম্বন করেন বলে দাবি সুবর্ণার পরিবারের। এ ঘটনায় সুবর্ণার মা রেখা রানী মন্ডল শুভংকর মন্ডল, অঞ্জনা মন্ডল, সেফালী মন্ডল ও হৃদয়কে অভিযুক্ত করে টঙ্গীবাড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঢাকা-দোহার সড়কের ফুলতলা সরকারী পদ্মা কলেজের সামনে অপরাধীদের বিচারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন শতশত ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। জানা যায়, ঢাকার দোহার উপজেলার গোড়াবন গ্রামের মৃত রতন মন্ডলের মেয়ে সুবর্ণার সঙ্গে প্রায় দুই বছর পূর্বে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ইসলামপুর গ্রামের মৃত অনিল মন্ডলের ছেলে হৃদয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরে স্বামী বিদেশ চলে যায়। এসুযোগে হৃদয়ের মেজো বোনের স্বামী শুভংকর মন্ডল সুবর্ণাকে উত্ত্যক্ত করত ও গায়ে হাত দেয়ার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে। সুবর্ণা বিষয়টি তার মাকে জানায়। পর্যায়ক্রমে স্বামী হৃদয় ও তার পরিবারকে এবিষয়ে জানানো হলে তারা বিষয়টি হাস্যকরভাবে নেয়। এবং স্বামী হৃদয় সুবর্ণাকে মোবাইল ফোনে উল্টো গালি গালাজ করে। এরই সূত্র ধরে সুবর্ণা গত ২০ জুন সকালে স্বামীর বাড়িতে আত্মহত্যা করে ।
×