ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে ফেরি করে গরু বিক্রি শুরু

প্রকাশিত: ০৯:০০, ২৬ জুন ২০১৯

চাঁপাইয়ে ফেরি করে গরু বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ সীমান্তজুড়ে এখন গরু বাছুরের ফেরি করে বিক্রি শুরু হয়ে গেছে। বকরা-ঈদ সামনে রেখে জমজমাট ভারতীয় গরু বাছুর ফেরি করে বিক্রি পাট্টা। প্রতিদিন ফটফটি ও ভুটভুিট গাড়িতে করে প্রতিটির ৭/৮টি করে গরুর বাছুর বিক্রি শুরু হয়েছে। গোমস্তাপুর, ভোলাহাট, শিবগঞ্জ ও চাঁপাই সদরের প্রায় ৩২ পয়েন্ট দিয়ে আসছে গরু-বাছুর। পাশাপাশি ভারতীয় গরু-বাছুর বাংলাদেশে ঠেলে দিতে বিএসএফ বড় ধরনের সহযোগিতা দিচ্ছে। ভারতীয় গরু ব্যবসায়ীরা বিএসএফকে ম্যানেজ করে এসব গরু বাংলাদেশে ঠেলে দিচ্ছে। তাছাড়া জেলায় যে কটি করিডোর রয়েছে তা দিয়ে গরু-বাছুর আনতে কাস্টমসকে বাড়তি পয়সা গুনতে হচ্ছে না। এই বাছুর গরুর মাংস কোনক্রমেই ৫০ কেজির ওপর হবেনা। তাছাড়া কাস্টমসের কাছে বাছুর-গরু আনার বিষয়ে নির্ধারিত কোন ফি না থাকায় তারা বাড়তি পয়সা নিয়ে বাছুর-গরু আনতে কোন ধরনের অসহযোগিতা করছে না। তাই বকরা-ঈদকে সামনে রেখে দেদার আসছে গরু-বাছুর এই ধরনের ছোট ছোট গরু। তিন উপজেলার প্রায় ৩২ পয়েন্ট দিয়ে আসছে বাছুর গরু। তবে ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে পানি না থাকায় গরু-বাছুর আনতে কোন অসুবিধা হচ্ছেনা। পাশাপাশি চাঁপাই উপজেলার পদ্মা নদীতেও একই অবস্থা বিরাজ করায় গরু-বাছুর পারাপারে কোন অসুবিধা হচ্ছে না।
×