ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১০:২৬, ১৬ জুন ২০১৯

 আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড়তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো সুজন মিয়া (১৪) ও রিফাত মিয়া (১৩)। তারা উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত দুই ভাই ঢাকার মালিটোলা এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করত। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন সুজন ও রিফাত। বিকেলে তারা বাড়ির পাশে রেললাইনে বসে কথা বলছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই লাইনটিতে চলে আসায় তারা অপর লাইনে চলে যায়। কিন্তু একই সময়ে অপর লাইনেও ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। আশুগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার নুরুন্নবী জানান, বিকেলে চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
×