ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ভুল অপারেশনে যশোর পঙ্গু হাসপাতালে মারা গেল যুবক

প্রকাশিত: ০৯:৩৫, ১৩ জুন ২০১৯

  ভুল অপারেশনে যশোর পঙ্গু হাসপাতালে মারা গেল  যুবক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ঈদের আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙ্গেছিল মণিরামপুরের হাসাদা গ্রামের আকবর হোসেনের ছেলে মেহেদী হাসান মাসুমের (৩৮)। যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। চিকিৎসক বলেছিলেন, ঈদের পর অপারেশন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। চিকিৎসক আব্দুর রউফের পরামর্শে তিনি ঈদের পরদিন যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তার অপারেশনও করা হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না মেহেদীকে। অপারেশনের পরদিন বুধবার দুপুরে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, নিজের ক্লিনিক হওয়া সত্ত্বেও চিকিৎসক আব্দুর রউফ নিজে অপারেশন না করে এ্যাসিস্ট্যান্ট দিয়ে অপারেশন করিয়েছেন। সুচিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে তরতাজা যুবক মেহেদীর। তবে ক্লিনিক কর্তৃপক্ষ বলছেন, অপারেশন পরবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মেহেদী হাসান মাসুমের মৃত্যু ঘটনায় ক্লিনিকে হট্টগোল করেন মৃতের স্বজনরা। মৃতের ভাই ফয়সল ইসলাম জানিয়েছেন, ঈদের আগের দিন দুপুরে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে আসছিলেন। পথিমধ্যে মাগুরা শালিখা বাজারে সড়ক দুর্ঘটনায় তার একটি পায়ের রানের হাড় ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে অর্থপেডিক্স বিভাগের চিকিৎসক এএইচএম আব্দুর রউফ মেহেদী হাসান মাসুমকে ব্যবস্থাপত্র দেন। পরে ওই দিন রাতে ডাঃ রউফ হাসপাতাল রাউন্ডে এসে রোগীকে ছাড়পত্র দিয়ে স্বজনদের বলেন, এখন বাড়িতে নিয়ে যান। ঈদের পরদিন তার ব্যক্তিগত পঙ্গু হাসপাতালে ভর্তি করলে অপারেশন করে দেব। চিকিৎসকের পরামর্শ মতে ঈদের পরের দিন বিকেলে ডা. আব্দুর রউফ পরিচালিত পঙ্গু হাসপাতালে স্বজনরা মাসুমকে ভর্তি করেন। এরপর পরীক্ষা-নিরীক্ষার নামে অপারেশনের জন্য কালক্ষেপণ করেন ডাঃ আব্দুর রউফ। পরে রবিবার বিকেলে ডাঃ আব্দুর রউফ স্বজনদের জানান মঙ্গলবার রাতে অপারেশন করবেন। রাত নয়টায় অপারেশন করার কথা বলা হলেও শুরু হয় রাত সাড়ে ১২টার দিকে। তাও আবার ডাঃ আব্দুর রউফ নিজে অপারেশন না করে সহযোগী চিকিৎসক বিপুলকে দিয়ে করান। অপারেশন শেষে রাত সাড়ে তিনটার দিকে রোগীকে কেবিনে নেয়া হয়। বুধবার দুপুরে রোগীর মৃত্যু হয়। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ এএইচএম আব্দুর রউফ জানান, রোগীর মৃত্যুর পর মৃতের স্বজনরা বানিয়ে অনেক অভিযোগ করেন যা সত্য নয়। তিনি আরও বলেন, রোগী অপারেশনের পরে ভাল ছিল। বুধবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে লেবুলাইজার দেয়া হয়। পরে রোগী হৃদরোগে আক্রান্ত হলে তার মৃত্যু হয়।
×