ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার বিষয়ে ইইউর উদ্বেগ

প্রকাশিত: ১৩:০৬, ১১ জুন ২০১৯

 খালেদা জিয়ার  বিষয়ে ইইউর  উদ্বেগ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সফররত ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষ দূত এমন গিলমোর সোমবার আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই উদ্বেগের কথা জানান। গিলমোর বলেন, আমাদের উদ্বেগ বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। তিনি (খালেদা জিয়া) একজন বয়োবৃদ্ধ নারী। তার শারীরিক অবস্থাও ভাল নয়, এক্ষেত্রে মানবিকতার একটি বিষয় আছে। খালেদা জিয়ার বন্দিত্বের ক্ষেত্রে আদালতের পদক্ষেপ ঠিক না ভুলÑসাংবাদিকদের এমন প্রশ্নের জবাব এড়িয়ে ইইউ দূত বলেন, আমরা যখন দেখি কোন দেশের প্রধান বিরোধী দলের নেতা কারাগারে, তখন তা প্রশ্নের উদ্রেক ঘটায়। আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে সে বিষয়টিও তুলেছেন জানিয়ে গিলমোর বলেন, ইউরোপের বিশেষজ্ঞরা যে সুপারিশগুলো করেছিল, তার জবাব শীঘ্রই দেয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী।
×