ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৬শ’ গ্রাম সোনা জব্দ

প্রকাশিত: ১০:২৭, ১১ জুন ২০১৯

 শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৬শ’ গ্রাম সোনা জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৬০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। মালিন্দো এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়া থেকে আগত দুই যাত্রীর কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয়। তারা হলেন রাশেদুল ইসলাম ও জয়নাল আবেদীন। তারা মালয়েশিয়া থেকে আসার পর কোন ধরনের চেকিং ছাড়াই নির্বিঘ্নে গ্রীন চ্যানেল পেরিয়ে অভ্যন্তরীণ টার্মিনালে যাবার পর এন্টিহাইজ্যাক গেটে স্ক্যানিং করার সময় সঙ্কেত বেজে ওঠে। তখন তাদের শরীরে লুকিয়ে রাখা সোনার বারগুলো ধরা পড়ে। এভসেক পরিচালক উইং কমান্ডার নূর ই আলম সিদ্দিক জানান- বিমান বন্দরের নিজস্ব নিরাপত্তা সংস্থা এভসেক সদস্য দায়িত্ব পালন করার সময় ওই যাত্রীকে আটকের পর সোনা উদ্ধার করা হয়। তবে জব্দকৃত সোনা কাস্টমসের কাছে জমা দেয়া নিয়ে জটিলতা দেখা দেয়। এভসেক কাগজে কলমে লিখিতভাবে ৬টি সোনার বার হস্তান্তর করতে চাইলে কাস্টমস তা নিতে অস্বীকার জানায়। এ নিয়ে দু’পক্ষে চলে বাদানুবাদ। লিখিতভাবে সোনা গ্রহণ করতে অসুবিধা কোথায় এভসেক এমন প্রশ্ন করলে কাস্টমস কোন সদুত্তর দিতে পারেনি। বিমানবন্দর সূত্র জানিয়েছে-এর আগে এভসেক বেশ কবার সোনা জব্দ করে কাস্টমসকে জমা দেয়। কিন্তু পরে সেগুলোর পরিমাণে হেরফের ঘটেছে বলে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ওঠে আসে। এ কারণেই এভসেক সোমবার সোনার বারগুলো লিখিতভাবে জমা দিতে চাইলেও কাস্টমস তা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত কোন ধরনের লিখিত প্রমাণাদি ছাড়াই কাস্টমস সোনার বারগুলো বুঝে নেয়। আটক যাত্রীদের পুলিশে দেয়া হয়েছে। তারা নভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাবার জন্য অভ্যন্তরীণ টার্মিনালে প্রবেশের সময় ধরা পড়েন।
×