ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

রূপসা মুখার্জির গানের সুরে মোহমুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ১০:৩৬, ৯ জুন ২০১৯

  রূপসা মুখার্জির গানের সুরে মোহমুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ বিকেল গড়িয়ে নেমে আসে সন্ধ্যা। ডালপালা মেলে বিস্তার ঘটে সুরের। ভেসে বেড়ায় বিচিত্র ধারার সুরবাণী। ক্রমশ ছড়ায় রূপসা মুখার্জির কণ্ঠের মাধুর্য। বয়ে যায় সুর-তাল-লয়ের খেলা। ভারতীয় এই কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক মুগ্ধতার বীজ বুনে দেন শ্রোতার অন্তরে। তার গাওয়া সিনেমার গান থেকে পরিবেশিত হয় রাগাশ্রয়ী সঙ্গীত। বৈচিত্র্যময় সঙ্গীতাসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ থেকে জাতীয় কবি নজরুলের গানেও নিজেকে প্রকাশ করেন প্রতিশ্রুতিশীল এই গায়িকা। শুধু কি তাই? লোকসঙ্গীতের স্নিগ্ধতায়ও রাঙ্গিয়ে দেন সুরসিকদের মন। শনিবার রাজধানীর সেগুন বাগিচার সেগুন রেস্তরাঁয় অনুষ্ঠিত হলো লাইভ মিউজিক বাই রূপসা শীর্ষক সঙ্গীত সন্ধ্যা। ঈদ আনন্দ আয়োজনের অংশ হিসেবে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজনটি হয়েছে অনন্য। কখনও শিল্পীর সুরের সহযাত্রী হয়ে ঠোঁট মিলিয়ে আবার কখনও গানের তালে নেচে নেচে মেতে ওঠেন উচ্ছ্বাসে। পরিবেশনার শুরুতেই রূপসা ছড়িয়ে দেন ঈদ উৎসবের আমেজটি। দরদী কণ্ঠে গেয়ে শোনান অল ইন্ডিয়া রেডিওতে গাওয়া কাওয়ালি ‘ইয়া পরওয়ারে দিগার আল্লাহ’। এরপর শিল্পী বেছে নেন সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবির একটি গান। গেয়ে শোনান ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’। অতিথি নামের ভারতীয় বাংলা সিনেমায় রূপসা গেয়েছেন ‘বৃষ্টি এলো’ শিরোনামের গান। সেটি গেয়ে শোনান চতুর্থ পরিবেশনায়। পরেরটিও ছিল সিনেমারই গান। জি বাংলা সিনেমার ‘লাভ ক্যাফে’ চলচ্চিত্রের সেই গানের শিরোনাম ছিল ‘ও সজন’। বহুমাত্রিক ধারার গানে পারঙ্গম শিল্পী রবীন্দ্রনাথকে আশ্রয় করে শুনিয়েছেন ‘আমার পরান যাহা চায় ... তুমি তাই গো’ ও ‘পুরনো সেই দিনের কথা’। গেয়েছেন ‘নূরজাহান-নূরজাহান’ ও ‘কবর জিয়ারতে’ শীর্ষক দুটি নজরুল সঙ্গীত। এরপর ভার্সেটাইল শিল্পী কণ্ঠে তুলে নেন ফকির লালন সাঁইয়ের গান ‘মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে’। লালনগীতির পর পরিবেশন করেন বাংলারই আরেক জনপ্রিয় লোকগান ‘ভালো করিয়া বাজাও গো দোতারা সুন্দরী কমলায় নাচে’। সুরসিকদের হৃদয়ে অপার ভাললাগার অনুভব ছড়িয়ে শুনিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত ‘তোমায় হৃদমাঝারে রাখিবো ছেড়ে যাবো না’। বাংলাদেশের কিংবদন্তি রকসঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে গেয়েছেন ‘সেই তুমি কেন এত অত অচেনা হলে’। পরিবেশনা শুরুর আগে জনকণ্ঠের এই প্রতিনিধির সঙ্গে কথা হয় রূপসা মুখার্জির। বলেন, এই প্রথম বাংলাদেশে এলাম। সবার ভালবাসা পেয়ে দারুণ লাগছে। এখানকার মিউজিক ইন্ডাস্ট্রি খুব সমৃদ্ধ। একজন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে এখানেও কিছু কাজ করতে চাই। ইতোমধ্যে এ বিষয়ে কথা হচ্ছে এখানকার কিছু চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীতসংশ্লিষ্টদের সঙ্গে।
×