ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মহাসড়কের অবস্থা ভাল, যানজট হবে না ॥ কাদের

প্রকাশিত: ১০:২৩, ২ জুন ২০১৯

 মহাসড়কের  অবস্থা ভাল, যানজট  হবে না ॥ কাদের

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদ যাত্রায় সড়ক মহাসড়কের অবস্থা ভাল হওয়ায় সড়কে যানজটের কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার ঢাকার মহাখালী বাস টার্মিনালে ঈদ যাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। গত কয়েকদিন ধরেই সড়ক পরিবহন মন্ত্রী ঈদ যাত্রায় এবারের রেকর্ড প্রস্তুতি ও কোন ধরনের ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারবে এমন কথা বলে আসছেন। বাস্তবতাও অনেকটা এমনই। কারণ ঈদ যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে বড় ধরনের ভোগান্তির খবর আসেনি। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়টি ছিল যানজটের কেন্দ্রবিন্দু। এই মহাসড়কে তিনটি সেতু নির্মাণের মধ্য দিয়ে পরিস্থিতি একেবারেই পাল্টে গেছে। এখন পাঁচ ঘণ্টায় যাত্রীরা ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারছেন। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরি সংস্কার না হওয়ায় ভোগান্তির কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টসহ যাত্রীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে টঙ্গী পর্যন্ত যানজটের আশঙ্কার কথা মন্ত্রী বললেও এখন তেমন কোন দুর্ভোগ পোহাতে হচ্ছে না। তবে পরিবহন চালকরা জানিয়েছেন, আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যেসব পয়েন্টে বাস র‌্যাপিড ট্রানজিট প্রকল্পের কাজ হচ্ছে তা ঈদের সময় বন্ধ রাখা দরকার। তাহলে এই মহাসড়কে আর কোন দুর্ভোগ হবে না। কাদের বলেন, রাস্তা ভাল হওয়ায় এবার ঈদে সড়ক মহাসড়কে যানজটের কোন কারণ নেই। এমনকি ঈদের পর কর্মস্থলে যাত্রীদের ফিরতেও কোন অসুবিধায় পড়তে হবে না। ঈদযাত্রার এই সময়ে সব সড়কে শৃঙ্খলা রয়েছে দাবি করে তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোন অভিযোগ পাননি তিনি। গাজীপুর-টঙ্গী রুটে বৃষ্টি-বাদলে কিছুটা সঙ্কট হবে ভেবেছিলাম। কিন্তু বাস্তবে এই রুটে যান চলাচল অব্যাহত ছিল। বৃষ্টিবাদল হলে হয় তো কোথাও গাড়ির গতি ধীর হবে। তবে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা এবার নেই। মহাখালী টার্মিনালে পৌঁছে তিনি বিভিন্ন বাস কাউন্টারের গিয়ে ভাড়ার বিষয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। তিনি বলেন, ভাড়ার বিষয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেছি; যাত্রীরা কোন অভিযোগ করেনি। চাঁদাবাজির বিষয়ে সতর্ক করা হয়েছে। আমি আশা করি, ঈদ পর্যন্ত এই স্বস্তিদায়ক যাত্রা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান, সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, পরিবহন শ্রমিক নেতা মোঃ ওসমান আলী, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম প্রমুখ। মন্ত্রী বলেন, সড়কে চাঁদাবাজির এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সড়কে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। সরকার রাজনৈতিক স্বার্থে খালেদা জিয়াকে কারাগারে রেখেছে বলে বিএনপির অভিযোগের জবাবও দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দী রেখেছে কে? সরকার না মামলা? তত্ত্বাবধায়ক সরকারের মামলার কারণে সাজাপ্রাপ্ত হয়ে আদালতের রায়ের কারাগারে আছে। যদি সরকারকে দায়ী করেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকারকে দায়ী করেন। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে। আইন অনুযায়ী তিনি আদালতে গেছেন, আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন; সাজা দিয়েছেন। সেভাবেই তিনি জেলে আছেন। আইনী লড়াই করে বিএনপির নেতারা তাকে মুক্ত করে আনতে পারে। এখানে সরকারের কোন করণীয় নেই। বিষয়টি আদালতের এখতিয়ার। বিএনপির আন্দোলনের হুমকির জবাবে কাদের বলেন, খালেদা জিয়ার সাজা পাওয়ার এতদিন চলে গেল, আজ পর্যন্ত বিএনপির আন্দোলনের বিন্দু উত্তাপ রাজপথে নেই। এটা তাদের ব্যর্থতা। আদালতের বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোন যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি। তবে খালেদার মুক্তির বিষয়ে বিএনপি চাইলে আদালতের বিরুদ্ধে আন্দোলন করতে পারে।
×