ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ঝড়ে ২৮ শ্রমিক আহত

প্রকাশিত: ০৮:৩৪, ২৯ মে ২০১৯

বগুড়ায় ঝড়ে ২৮ শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শাজাহানপুর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ২৮ নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও কাঁচা ঘরবাড়ি, গাছ গাছালি ভেঙ্গে পড়েছে। উঠতি ফসলের ক্ষতি হয়েছে। জানা গেছে, সোমবার মধ্যরাতের কিছু আগে বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ উত্তরদিক থেকে আসা প্রচ- বাতাস মুহূর্তেই ঝড়ে রূপ নিয়ে শাজাহানপুর এলাকার অন্তত পনেরোটি গ্রামের ওপর দিয়ে বয়ে যায়। এ সময় লোকজন তারাবির নামাজ শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। ওই এলাকায় জাহাঙ্গীরাবাদে প্রতিবন্ধীদের জন্য নির্মাণাধীন প্রয়াস স্কুলের শ্রমিকদের থাকার টিন শেডের চালা উড়ে গিয়ে দেয়াল ধসে পড়লে ২৮ শ্রমিক আহত হয়। শেডে রাজমিস্ত্রি ও শ্রমিক মিলে ৭০ জন ছিলেন। আহতদের দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১২ জনের (শৈল্য) সার্জারি চিকিৎসা দেয়া হয়। তাদের হাত পা ভেঙ্গে গেছে। শাজাহানপুরের উপজেলা নির্বাহী অফিসার ফুয়ারা খাতুন হাসপাতালে শ্রমিকদের খোঁজ খবর নেন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, শাজাহানপুর, সাজাপুর, খড়না, বীরগ্রাম, ডোমনপুকুর, আমরুল, গোহাইলসহ কয়েকটি এলাকার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। শতাধিক কাঁচা ঘরের দেয়াল ধসে টিনের চালা উড়ে গেছে। ছোট গাছ উপড়ে পড়েছে ও বড় গাছের শাখা প্রশাখা ভেঙ্গে পড়েছে। এই সময়ে খড়না গোহাইলের যে গ্রামে এখনও বোরো ধান কাটা হয়নি সেই ধানের ও সবজি আবাদের ক্ষতি হয়েছে। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, গাইবান্ধার ফুলছড়িতে প্রচ- ঝড়ে অর্ধশতাধিক বাড়িঘর ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কিছু কিছু এলাকার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে উপজেলার উদাখালী ইউনিয়নের কয়েকটি গ্রামের অর্ধশতাধিক গাছপালা ও টিনের ঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে উদাখালী ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের মৃত নুর হোসেনের অসহায় স্ত্রী মইফুল বেগম, আইয়ুব হোসেন, মধু মিয়া ও তারা মিয়ার ঘরের টিন দুমড়ে মুচড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়। মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারীভাবে সাহায্য সহযোগিতা করা দরকার।
×