ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

নান্দাইলে ট্রাকচাপায় ইমাম নিহত

প্রকাশিত: ০৮:৩২, ২৯ মে ২০১৯

নান্দাইলে ট্রাকচাপায় ইমাম নিহত

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ২৮ মে ॥ ফজরের নামাজ পড়াতে এসে আবদুল হালিম (৫৬) নামে এক ইমাম ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমাম চ-িপাশা ইউনিয়নের ধূরুয়া গ্রামের আবদুল গফুরের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে নান্দাইল থানা মসজিদে ইমামতি করতেন। জানা গেছে, মঙ্গলবার সেহরি শেষে ফজরের নামাজ পড়াতে তিনি বাইসাইকেলে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হন। প্রায় তিন কিলোমিটার দূর থেকে আসার পর মসজিদ থেকে মাত্র ১’শ গজ দূরত্বে থাকা অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। নামাজ পড়তে আসা কয়েক প্রত্যক্ষদর্শী মুসল্লি জানান, ময়মনসিংহগামী একটি মালবোঝাই ট্রাক থানা মোড় পার হওয়ার সময় সড়কের কিনারায় থাকা সাইকেল আরোহী ইমামকে পিছন দিক থেকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যেতে চায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। খবর পেয়ে নান্দাইল থানা ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় লোকজন ট্রাক চালকের সহযোগী জাহাঙ্গীর মিয়াকে আটক করে পুলিশে দেয়। মীরসরাইয়ে নারী পথচারী নিজস্ব সংবাদদাতা মীরসরাই চট্টগ্রাম থেকে জানান, মীরসরাইয়ে স্টার লাইনের একটি বাস দুর্ঘটনায় পতিত হয়ে এক নারী পথচারী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বাসের আরও ১০ যাত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারী হলো উপজেলার নিজামপুর এলাকার পদুয়া গ্রামের শাহ আলম ভূঁইয়ার স্ত্রী সেতারা আক্তার (৩২)। জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকামুখী স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো ভ- ১৪-৩২৭১) মহাসড়কের বড়তাকিয়া চক্ষু হাসপাতালে এলে সড়ক পারাপারের সময় ওই নারী পথচারীকে বাঁচানোর চেষ্টা করলে বাসটি কাত হয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় বাসের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে ওই পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় বাসের ১০ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাধবপুরে নারী নিজস্ব সংবাদদাতা মাধবপুর হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষে অজ্ঞাত (৩৫) এক নারী বাসযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী মডার্ন বাস উল্লেখিত স্থানে বিপরীতমুখী বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে অজ্ঞাতনামা নারী বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যান। নাচোলে যুবক স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে জানান, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে রাস্তা পার হবার সময় নিজ বাড়ির সামনে ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি ফতেপুর জেন্টু সরকারের ছেলে মোঃ জাহাঙ্গীর (৩৮)। স্থানীয় বাসিন্দা আল-আমিন বিশ্বাস ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় একটি চলন্ত ট্রাক জাহাঙ্গীরকে চাপা দেয়। এ সময় তার দু পায়ের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসার আগেই পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জাহাঙ্গীর।
×